সংবাদদাতা, বসিরহাট: মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের প্রতি যে মুখ্যমন্ত্রী সব রকমভাবে প্রতিশ্রুতিবদ্ধ সেই কথা প্রমাণ হল আরও একবার। তাঁর ঘোষণা মতো ঘটনার তিনদিনের মধ্যেই আর্থিক সাহায্য পেলেন বসিরহাটে ইটভাটার চিমনি ভেঙে মৃতদের পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মৃতদের প্রত্যেক পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন।
আরও পড়ুন-চায়ের দোকান সামলে জাতীয় যোগাসনে সোনা সৌমীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইটভাটায় চিমনি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। সেই মতোই রবিবার মৃত হাফিজুল ইসলাম মন্ডল এবং অসিত ঘোষের পরিবারের হাতে চেক তুলে দেন নারায়ণ গোস্বামী। অন্য দুই মৃত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা হওয়ায় তাদের বাড়িতে চেক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। আহত তিনজনকেও ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। তাদের বাড়িতেও পৌঁছে যাবে চেক।
আরও পড়ুন-তফসিলি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার-এর সমস্যা মেটাতে নির্দেশ, জাতিগত শংসাপত্র দিতে তৎপর রাজ্য
এদিন নারায়ণ গোস্বামী প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন, মৃতদের পরিবারগুলি যাতে সব রকম সরকারি প্রকল্পের সুবিধা পায় সে বিষয়ে নজর দিতে হবে। পরিবারগুলির পাশে সর্বাত্মকভাবে থাকারও নির্দেশ দেন তিনি। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। পরিবারের সদস্যদের কর্মসংস্থানের যাতে ব্যবস্থা করা যায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
বুধবার বসিরহাটের ইটিন্ডায় বয়লারে আগুন দেওয়ার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চিমনি। ঘটনায় আকস্মিকভাবে মৃত্যু হয় চারজনের, গুরুতর জখম হন তিনজন।