চায়ের দোকান সামলে জাতীয় যোগাসনে সোনা সৌমীর

পারিবারিক নানা প্রতিকূলতাকে জয় করে এবার জাতীয় যোগাসনে স্বর্ণপদক জিতে ফিরল হুগলির শ্রীরামপুরের ক্লাস ইলেভেনের ছাত্রী সৌমী পোল্লে

Must read

সংবাদদাতা, হুগলি : পারিবারিক নানা প্রতিকূলতাকে জয় করে এবার জাতীয় যোগাসনে স্বর্ণপদক জিতে ফিরল হুগলির শ্রীরামপুরের ক্লাস ইলেভেনের ছাত্রী সৌমী পোল্লে। শ্রীরামপুরের বিশ্বজিৎ পোল্লে ও মালতী পোল্লের মেয়ে সৌমী। বাবা বিশ্বজিৎ শারীরিকভাবে অসুস্থ। পরিবারে জীবিকা নির্বাহের জন্য চায়ের দোকান চালায় সৌমী নিজে। সে যখন ক্লাস থ্রি-তে পড়ে, তখন পায়ের ব্যথা থেকে মুক্তির জন্য যোগাসনে ভর্তি হয়েছিল। সেই শুরু সৌমীর যোগাসনের অধ্যায়।

আরও পড়ুন-তফসিলি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার-এর সমস্যা মেটাতে নির্দেশ, জাতিগত শংসাপত্র দিতে তৎপর রাজ্য

তারপর একের পর এক সাফল্য অর্জন করে আসছে সৌমী। সম্প্রতি আসামের গুয়াহাটিতে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক জেতে সে। এখন সৌমী শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনা ও যোগাসনের পাশাপাশি প্রতিদিন সে বাবার চায়ের দোকান চালায়। মা-বাবাকে সাহায্য করে সংসারের কাজে। সৌমী জানায়, পরিস্থিতির চাপে পড়ে তাকে সব কাজ করতে হয়। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়, তাই সে বাবাকে কাজে সাহায্য করে। সমস্ত কাজ করেও দিনে ২-৩ ঘন্টা যোগাসন অনুশীলন করে। সৌমীর স্বপ্ন আন্তর্জাতিকস্তরে দেশের হয়ে যোগাসনে পদক জয় করা। বাবার অসুস্থতা ও পরিবারের আর্থিক সংকটের বাধা কাটিয়ে তার লড়াই চলছে। সৌমীর যোগাসনের কোচ বলেন, ভর্তির এক বছরের মধ্যেই প্রথমবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যোগাসনে পদক জেতে সৌমী। সম্প্রতি জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক জয় করেছে সে। আন্তর্জাতিক স্তরেও সৌমী ভালো ফল করবে বলে আশাবাদী তিনি।

Latest article