দলের নেতারা চোর, দুর্নীতিগ্রস্ত বলে ফেসবুকে তোপ অনুপমের

কিছু নেতাকে দুর্নীতিগ্রস্ত বলে কামান দাগতেও শুরু করেছেন। তার ফলে অমিত শাহর সভায় তিনি ডাক পাননি। সেটা নিয়েও তার গোসা হয়।

Must read

সংবাদদাতা, বোলপুর : ফের বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে চলে এল। আবার বেসুরো বিজেপির সর্বভারতীয় নেতা অনুপম হাজরা। বেশ কয়েকদিন ধরেই বেসুরে গাইছেন বিজেপির এই নেতা। অনেকেরই প্রশ্ন, তবে কি তিনি তৃণমূলে ফিরছেন? তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ তাঁকে দলে যোগ দেওয়ার আহ্বানও জানান। বেশ কিছুদিন ধরেই বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না। দলের স্থানীয় স্তরে তাঁকে নিয়ে দ্বিধান্বিত দল। কারণ তিনি প্রকাশ্যেই নিজের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন।

আরও পড়ুন-কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্য তুলে দিলেন সভাধিপতি

কিছু নেতাকে দুর্নীতিগ্রস্ত বলে কামান দাগতেও শুরু করেছেন। তার ফলে অমিত শাহর সভায় তিনি ডাক পাননি। সেটা নিয়েও তার গোসা হয়। রবিবার সাঁইথিয়া ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরগরম। জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টারও দেখা যায়। তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুপম হ্যাশট্যাগ দিয়ে লেখেন, এখন কেউ কেউ আদিখ্যেতা করে বলবেন ‘সোশ্যাল মিডিয়াতে কেন লিখছেন?’, কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই, কারণ রাজ্য বিজেপি’র কোনও মিটিংয়ে তো ডাকা হয় না, বা বারবার বলা সত্ত্বেও সেটা শোনা হয় না…’। শুধু তাই নয়, তাঁর নিজস্ব থ্রেডে তিনি লেখেন, ‘নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে, আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা???’

Latest article