বিভূতিভূষণ অভয়ারণ্য আকর্ষণ বাড়াতে পদক্ষেপ রাজ্যের

চলতি শীতের মরশুমে পর্যটকের সংখ্যা বাড়াতে সম্প্রতি অভয়ারণ্যের পরিকাঠামো খতিয়ে দেখেন বন দফতর ও জেলা প্রশাসনের আধিকারিকেরা

Must read

প্রতিবেদন : জেলা পরিষদ ও বন দফতরের যৌথ উদ্যোগে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ করা হচ্ছে বনগাঁর বিভূতিভূষণ অভয়ারণ্যে। চলতি শীতের মরশুমে পর্যটকের সংখ্যা বাড়াতে সম্প্রতি অভয়ারণ্যের পরিকাঠামো খতিয়ে দেখেন বন দফতর ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। পরিকাঠামো উন্নয়নের জন্য বৈঠক হয়। রাজ্যের অন্যতম এই ডিয়ার পার্ক নিয়ে বৈঠকে একাধিক পরিকল্পনা নেওয়া হয়। এককালে এই অভয়ারণ্যে শিরীষ, শিমূল, অর্জুন, পলাশের মতো গাছের পাশাপাশি অসংখ্য বিদেশি পাখি, ময়ূর, হরিণ ও অন্যান্য বন্যপ্রাণের দেখা মিলত। তবে এখন তেমন জনপ্রিয়তা নেই অভয়ারণ্যটির।

আরও পড়ুন-দলের নেতারা চোর, দুর্নীতিগ্রস্ত বলে ফেসবুকে তোপ অনুপমের

তবে শীত পড়লে বনভোজনের ধুম পড়ে যায়। পর্যটকদের সেই ভিড় ধরে রাখতে প্রশাসন ও বন দফতরের তরফে অভয়ারণ্যে প্রভূত সংস্কার হবে বলে জানা গিয়েছে। হরিণদের জন্য সংরক্ষিত ক্ষেত্রটির সংস্কার হবে। ভিতরের রাস্তাঘাটও সংস্কার হবে। পর্যটকদের নিরাপত্তায় বসবে সিসিটিভি ক্যামেরা। গোটা অভয়ারণ্যে থাকবে সৌরশক্তি-চালিত আলোর ব্যবস্থা, তৈরি হবে একটি ওয়াচ টাওয়ারও। এছাড়াও প্রবেশমূল্য কমানো হবে বলে বন দফতর সূত্রে খবর। ব্লক আধিকারিকদের সঙ্গে বনের পরিকাঠামো বাড়ানো নিয়ে কথা হয়েছে। নতুন কিছু পাখি ও বন্যপ্রাণী আনার চিন্তাভাবনাও আছে।

Latest article