কানপুরে (Kanpur) দলিত (Dalit) সম্প্রদায়ের আয়োজিত একটি ‘বৌদ্ধ কথা’ অনুষ্ঠানে দুষ্কৃতীরা ভাঙচুর ও গুলি চালানোর পরে উত্তরপ্রদেশ পুলিশ (UttarPradesh police) পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্তরা অনুষ্ঠানে উপস্থিত লোকজনকে মারধর করে, যার ফলে একজন গুরুতর আহত হয়।
আরও পড়ুন-সংসদ হা.নার ঘটনা বাড়িয়েছে উদ্বেগ, বাড়ছে রাজ্য বিধানসভা এবং নবান্নের নিরাপত্তা
কানপুরের পহেওয়া গ্রামে ১৫ ডিসেম্বর থেকে নয় দিনের বুদ্ধ ধর্ম এবং আম্বেদকর জ্ঞান আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানের চতুর্থ দিনে বেশ কয়েকটি গাড়িতে করে দুর্বৃত্তরা এসে ভাঙচুর শুরু করে। অনুষ্ঠানস্থলে ঘুমিয়ে থাকা পিন্টু কুশওয়াহা এই ঘটনার প্রতিবাদ করলে তারা তাকে মারধর শুরু করে এবং মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, তারা তাঁবুর পর্দা ছিঁড়ে, চেয়ার ভেঙে আম্বেদকর ও বুদ্ধের ছবিও ছিঁড়ে ফেলে। অনুষ্ঠানস্থলে স্থাপিত সাধু রবিদাসের মূর্তিও ভাঙচুর করা হয়। এরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন-আত্ম.হত্যা নাকি কনস্টেবলের খু.ন, রহস্যে মোড়া হরিদেবপুরকাণ্ড
অতিরিক্ত ডিসিপি অঙ্কিতা শর্মা এই বিষয়ে বলেছেন যে ঘটনায় নয়জন ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের ধরতে দল তৈরি করা হয়েছে। এফআইআর-এ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের গুরুতর ধারাগুলি দেওয়া হয়েছে।