সংসদ হা.নার ঘটনা বাড়িয়েছে উদ্বেগ, বাড়ছে রাজ্য বিধানসভা এবং নবান্নের নিরাপত্তা

সামনেই বড়দিন ও বর্ষবরণ। এই উপলক্ষ্যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বছর এই সময় পার্ক স্ট্রিট এলাকায় প্রচুর মানুষের ঢল নামে।

Must read

গত ১৩ ডিসেম্বর সংসদের ঘটনায় তোলাপাড় সারা দেশে। ঘটনায় দিল্লি পুলিশ (Delhi Police) জড়িত ৬জনকে গ্রেফতার করেছে। সেখান থেকে শিক্ষা নিয়ে প্রশাসনিক কর্তারা এবার রাজ্য বিধানসভা (Bidhansabha) এবং নবান্নের (Nabanna) নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেন। নিরাপত্তা যদিও এর মধ্যেই আরও আঁটসাঁট করা হয়েছে। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, ‘আমরা নজর রাখছি। নিরাপত্তা নিয়ে সবসময় আমরা রিভিউ করি। শুধু বিধানসভা নয়, নবান্ন, মহাকরণ, হাইকোর্ট সহ যেকোন গুরুত্বপূর্ণ জায়গায় স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজার্ভ ফোর্স, লোকাল পুলিশের ব্যবস্থা থাকে সারা বছর। কিন্তু তবু প্রতিটা ঘটনা আমাদের নতুন কিছু শেখায়। সংসদ হানায় কলকাতা যোগের ঘটনা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। সেটা মাথায় রেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্তকারীদের সঙ্গে আমরা সহযোগিতা করছি। যখন যা প্রয়োজন, সহযোগিতা করা হবে।’

আরও পড়ুন-আত্ম.হত্যা নাকি কনস্টেবলের খু.ন, রহস্যে মোড়া হরিদেবপুরকাণ্ড

তিনি আরো বলেন, ‘আমাদের শহর নিরাপদ শহর হিসেবে বিবেচিত হয়েছে। ক্রাইম রেট অনেকটাই কম। আমরা সবসময় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করি।’

আরও পড়ুন-হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ভয়া.বহ অগ্নি.কাণ্ড

সামনেই বড়দিন ও বর্ষবরণ। এই উপলক্ষ্যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বছর এই সময় পার্ক স্ট্রিট এলাকায় প্রচুর মানুষের ঢল নামে। সেজে ওঠে কলকাতা শহর। এই বছর ২১ তারিখ থেকেই শুরু হবে বড়দিনের উৎসব। চলবে ৩০ তারিখ পর্যন্ত।

Latest article