হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ভয়া.বহ অগ্নি.কাণ্ড

বস্তিতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বস্তির ভেতরে বাড়িগুলির সিলিন্ডারগুলি পর পর ফাটতে থাকে। যার ফলে আগুনের পরিমান বেড়ে যায়।

Must read

আজ, মঙ্গলবার সন্ধেবেলায় হঠাৎ করেই ডুমুরজোলা (Dumurjala) বস্তিতে (slum) আগুন লেগে যায়। জানা গিয়েছে এই ঘটনায়, বস্তির একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ১০ টা দমকলের ইঞ্জিন পৌঁছে গিয়েছে। এর ফলে এলাকার ইলেক্ট্রিক পোস্টে আগুন ধরে যায় বলেই জানা গিয়েছে। আপাতত দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ড্রেনেজ ক্যানেল রোডের ধারে এই বস্তিতে হঠাৎ আগুন লাগে। বস্তিতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বস্তির ভেতরে বাড়িগুলির সিলিন্ডারগুলি পর পর ফাটতে থাকে। যার ফলে আগুনের পরিমান বেড়ে যায়।

আরও পড়ুন-জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে রাজ্যের ৭০ লাখ বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ

প্রাথমিকভাবে বস্তির বাসিন্দারা আগুন নেভাতে এগিয়ে যান। এরপর দমকর্মীদেরও সাহায্য করেন। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। শীতের সময় পরিবার নিয়ে অসহায় হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন বাসিন্দারা। জানা যায়, আগুন লেগেছে বুঝতে পেরে তাঁরা কোনওরকমে নিজেদের প্রাণ বাঁচাতে ঘরের বাইরে বেরিয়ে যান। বাকি সব পুড়ে ছাই হয়ে গেছে।

Latest article