জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে রাজ্যের ৭০ লাখ বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়: রাজ্যের গ্রামীণ এলাকার ৭০ লাখের বেশি বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে। শতাংশের হিসেবে যা ৪০ শতাংশেরও বেশি। আগামী ২০২৪-২৫ আর্থিক বছরের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ এলাকার বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে যাবে। এমনটাই লক্ষ্যমাত্রা রেখে কাজ করছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর।

আরও পড়ুন-বদলাচ্ছে না টেট পরীক্ষার দিন, জানাল কলকাতা হাই কোর্ট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় সমস্ত কাজের ওপর নজরদারি চালাচ্ছেন। প্রতিটি জেলায় জেলায় দফতরের আধিকরিকদের নিয়ে বৈঠক করে কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন মন্ত্রী পুলক রায় স্বয়ং। জেলা ধরে ধরে কাজের লক্ষ্যমাত্রাও বেঁধে দিচ্ছেন মন্ত্রী। প্রতি মাসে চলছে রিভিউ মিটিং। মন্ত্রী পুলক রায় জানান, ‘নির্ধারিত সময়ের মধ্যেই রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধেতৃত্বে আমরা এই কাজে সাফল্য পাবই।’

Latest article