পথশ্রী প্রকল্পে ১০০ কোটিতে দ্রুত সংস্কার করবে জেলা প্রশাসন

এক কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের কাজ হবে জেলা পরিষদের পক্ষে। এর থেকে ছোট রাস্তার সংস্কার করবে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি।

Must read

প্রতিবেদন : পথশ্রী প্রকল্পে পূর্ব বর্ধমানের প্রত্যন্ত এলাকার ৭৭২টি রাস্তা সংস্কারের বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, এলাকার বাসিন্দারা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে বেহাল রাস্তাগুলির কথা জানান। সেইমতো রাস্তা সংস্কারের তালিকা তৈরি করে জেলায় পাঠানো হয়েছে নবান্ন থেকে। জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, তালিকায় থাকা রাস্তাগুলি সংস্কার করবে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ।

আরও পড়ুন-কানপুরে দ.লিত অনুষ্ঠানে ভাঙ.চুর, গু.লি চালাল দুষ্কৃ.তীরা, গ্রেফতার ৫

এক কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের কাজ হবে জেলা পরিষদের পক্ষে। এর থেকে ছোট রাস্তার সংস্কার করবে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি। দ্রুত টেন্ডার করে এই কাজ শুরু হয়ে যাবে। রাস্তা সংস্কারের জন্য প্রায় ১০০ কোটি টাকা রাজ্য থেকে জেলায় পাঠানো হবে। জানা গিয়েছে, কিছু কিছু রাস্তা সংস্কারে ৩০ থেকে ৫০ লক্ষ টাকা খরচ হবে। আউশগ্রাম, ভাতার, গলসি, মেমারি, রায়না, পূর্বস্থলী ইত্যাদি এলাকার রাস্তা সংস্কার হবে। হিজলনা, খণ্ডঘোষের সগড়াই, মেমারির সাতগেছিয়া-২, গলসির কুরকুবা, নাদনঘাট পঞ্চায়েতের একাধিক রাস্তা সংস্কার হবে। ষনাদনঘাট পঞ্চায়েত এলাকার একটি ৫৫ মিটারের রাস্তার পাশাপাশি কোথাও ২-৩ কিলোমিটারের রাস্তাও সংস্কার করা হবে। জেলাশাসক পূর্ণেন্দু মাজী জানান, প্রতিটি রাস্তা নিয়ম, ওয়ার্কঅডারে শর্ত মেনে করতে হবে। কাজ চলাকালীন আধিকারিকেরা সংস্কারকাজ খতিয়ে দেখবেন। অনিয়ম ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে। জেলা তৃণমূলের সহ সভাপতি মহম্মদ ইসমাইল বলেন, সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করে কোথাও অনিয়ম দেখলেই কড়া পদক্ষেপ করবেন।

Latest article