স্কুল পরিদর্শনে গিয়ে পড়ুয়াদের নিয়ে মিড ডে মিল খেতে বসে গেলেন বিডিও

জয়েন্ট বিডিওকে নিয়ে যোমবার দুপুরে ওই স্কুলে পরিদর্শনে যান বিডিও রজনীশকুমার যাদব।

Must read

প্রতিবেদন : দাঁতন ২ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের জানাবাড় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা মিড ডে মিল ঠিকমতো পাচ্ছে কি না পরিদর্শনে গিয়ে তাদের সঙ্গে এক প‌ঙ্‌ক্তিতে বসে নিজেও সেই মিল খেলেন খোদ বিডিও (BDO)। ফলে ভীষণ খুশি হয়ে পড়ুয়ারা তাঁকে নানা অভিজ্ঞতার কথা শোনাল আর তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে খুশি হলেন বিডিও-ও। জয়েন্ট বিডিওকে নিয়ে যোমবার দুপুরে ওই স্কুলে পরিদর্শনে যান বিডিও রজনীশকুমার যাদব।

আরও পড়ুন-পথশ্রী প্রকল্পে ১০০ কোটিতে দ্রুত সংস্কার করবে জেলা প্রশাসন

বিদ্যালয়ের বিভিন্ন কাজ ও রিপোর্ট খতিয়ে দেখেন তিনি। দুপুরে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বলতে টিফিনের ঘণ্টা পড়ে যাওয়ায় তাদের সঙ্গে বসে গেলেন মিড ডে মিল খেতে। মিলে ছিল ভাত, ডাল, সোয়াবিন আর আলু-পটলের তরকারি। বিডিও বলেন, জানাবাড় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে খেতে বসে আমার স্কুলজীবনের কথা মনে পড়ে যায়। ছাত্রছাত্রীরা জানিয়েছে, তারা মিড ডে মিলে বুধবার ডিম ও সপ্তাহে একদিন মাংস পায়। খাবারের গুণমানও ঠিক ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মণিমালা রায় বলেন, বিডিও আজ স্কুলে এসে যেভাবে পড়ুয়াদের সঙ্গে খাওয়াদাওয়া করলেন তাতে আমরা সবাই খুব খুশি। এভাবে প্রশাসনিক অধিকারিকেরা প্রতিটি স্কুলে গিয়ে মিড ডে মিলের গুণমান যাচাই করলে যাঁরা নিয়ম মানেন না তাঁরাও শুধরে যাবেন।

Latest article