প্রতিবেদন : যখনই মানুষ সমস্যায় পড়েছেন, তখনই তাঁদের পাশে দাঁড়িয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিশ্রুতি দিয়ে তা রাখার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেটা একবাক্যে স্বীকার করেন তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মানুষজন। এবার মেটিয়াবুরুজও কুর্নিশ জানাচ্ছে অভিষেককে৷ কারণ, তিনি যে বাসিন্দাদের দীর্ঘদিনের জলকষ্ট দূর করলেন৷
ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মেটিয়াব্রুজে এক সময়ে জল কষ্টের জন্য শিরোনামে চলে আসত। লোকের মুখে মুখে প্রচলিত ছিল মেটিয়াবুরুজের মানুষের জল সঙ্কটের কথা। কিন্ত তা এখন অতীত। এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের জলের সমস্যা এড়িয়ে যায়নি অভিষেকের চোখ। এবার সেই সমস্যা মিটল৷ তৈরি হল বুস্টার পাম্পিং স্টেশন৷
আরও পড়ুন- সুন্দরবনের মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের ছবি নিয়ে আমেরিকার পথে দুর্গাপুরের সায়রী