নিয়োগ সমস্যা মেটাতে মান্থা প্রশংসা করলেন আলোচনার

Must read

প্রতিবেদন : রাজ্যের উদ্যোগকে স্বাগত জানালেন হাইকোর্টের বিচারপতি। বলা যেতে পারে, রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ আদালত। নিয়োগ নিয়ে এসএসসির অবস্থানকারীদের সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিদের আলোচনা তারিফযোগ্য বলে মন্তব্য হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার। ডিএ অবস্থান কর্মসূচির আবেদনে যৌথ সংগ্রামী মঞ্চের আনা মামলায় বৃহস্পতিবার রাজ্যের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, এসএসসি অবস্থানকারীদের কাছে গিয়েছে সরকারি প্রতিনিধিদল। অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। সরকারের এই ভূমিকা অবশ্যই প্রশংসার দাবি রাখে। শুক্রবার আবারও প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক রয়েছে বলে জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, শুক্রবার আবারও বৈঠকে বসব। মামলাটা সুপ্রিম কোর্টে ওঠেনি। আমি কালকের (শুক্রবার) বৈঠকটা পিছোতে চেয়েছিলাম ওই জন্য। কিন্তু, কুণাল এবং অন্যান্যরা বললেন, কালকে আর এক দফা বসতে। ওঁদের দিক থেকে কিছু প্রস্তাব আছে। সেটা শুনে দেখি কালকে কী বলেন ওঁরা। কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে গত প্রায় তিন বছর ধরে ধরনায় বসে রয়েছেন স্কুলের চাকরিপ্রার্থীরা। গত ১১ ডিসেম্বর বিকাশ ভবনে এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সহ অন্যান্যরা। ২ ঘণ্টার বৈঠক শেষে ব্রাত্য বসু বলেছিলেন, মহামান্য আদালত যেভাবে চাইবে, আমরা সেভাবে নিয়োগ দেব। এখন বিষয়টা আইনি কিছু জটিলতায় আটকে আছে। আশা করছি যে এই আইনি জটিলতা দ্রুত কেটে যাবে। এদিন সেই প্রসঙ্গই উঠল বিচারপতি মান্থার এজলাসে।

আরও পড়ুন-মেটিয়াবুরুজের জলসমস্যা মিটিয়ে দিলেন অভিষেক

Latest article