সংবাদদাতা, কোচবিহার : নতুন প্রজন্ম আরও বেশি করে বই পড়ুক। মোবাইল নয়, বই আসল বন্ধু জানুক তারা। সোমবার কোচবিহারের বইমেলার সূচনা অনুষ্ঠানে এমনটাই বললেন উপস্থিত বিশেষ অতিথিরা। কোচবিহার এবিএন শীল কলেজ মাঠে সাতদিন ধরে চলবে এই বইমেলা। বই মেলার উদ্বোধন করেছেন, জনশিক্ষা গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, বিশিষ্ট আইনজীবী অভিজিৎ দে ভৌমিক, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক রবিরঞ্জন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলেশ রায়।
আরও পড়ুন-ফের রেল দুর্ঘ.টনা, লাইন.চ্যুত আজমের-শিয়ালদা এক্সপ্রেস
কোচবিহারে কবি সন্তোষ সিংহকে অরুণেশ ঘোষ স্মৃতি সম্মান জানান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । সাহিত্যিক স্বপনকুমার রায়কে অমিয়ভূষণ মজুমদার স্মৃতি সম্মান জানান মন্ত্রী উদয়ন গুহ৷ স্থানীয় গ্রন্থাগারের আয়োজনে এই বইমেলা শুরু হয়েছে। এবছর প্রায় আশিটি প্রকাশনী সংস্থা বইমেলায় তাদের সংগ্রহ নিয়ে বইমেলায় এসেছে৷ বই পড়ার প্রতি ঝোঁক বাড়াতে স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বই এর জন্য হাঁটুন শোভাযাত্রা হয়েছে। এরপর বৈরাতী নৃত্যে লোকশিল্পীরা অতিথিদের স্বাগত জানিয়েছেন শিল্পীরা। অতিরিক্ত জেলাশাসক রবিরঞ্জন জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বইমেলা চলবে। সকলে বইমেলায় এসে বই দেখুন বই কিনুন। বইমেলায় সাতদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ১৩১টি বুক স্টল থাকছে এবছরের বইমেলায়৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, কজনকে বই পড়ার অভ্যাস ফিরিয়ে দেওয়া গেল এটাই বইমেলার সার্থকতা। মোবাইল নির্ভর হওয়ায় পড়ার অভ্যাস হারিয়ে যাচ্ছে। বইমেলায় বসে আঁকো প্রতিযোগিতা হবে।