জেলায় জেলায় সাড়ম্বর বড়দিনের উৎসবে মাতল মানুষ

জেলা পরিষদের সভাধিপতি ফজলুল হক জানিয়েছেন, বছরের শেষ সপ্তাহটি মুখরোচক এবং আনন্দদায়ক হতে চলেছে সিউড়ি পুরসভার উদ্যোগে।

Must read

সংবাদদাতা, সিউড়ি : বড়দিনে এক টুকরো বোব্যারাকের আনন্দ এবার সিউড়ি শহর জুড়ে। সিউড়ি পুরসভার প্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত নতুন বছরে সিউড়িবাসীকে উপহার দিল ‘সিউড়ি উৎসব’। সোমবার বড়দিন উৎসব উপলক্ষে শুরু হল এই উৎসব।

আরও পড়ুন-মোবাইল ছেড়ে বইমুখী হওয়ার বার্তা মেলায়

ছয়দিন ধরে নানান ধরনের সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে। পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে লোকসংস্কৃতির মিলন ঘটানো। ভাষার সঙ্গে ভাবের আদান-প্রদান করানো। এই সিউড়ি উৎসবের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাই, মেলাব মিলিব যাব না ফিরে। সিউড়ি উৎসব শুধু সিউড়ি শহরের মানুষের উদ্দেশে নয়, বীরভূম থেকে ছাড়িয়ে গোটা বাংলায় আমরা বার্তা দিতে চাই, সংস্কৃতি একটি মেলবন্ধনের উৎসব। এখানে ধর্ম জাত রঙ বৈষম্য নেই। সংস্কৃতি বাঙালির ধারক এবং বাহক। আমাদের উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষকে এই সিউড়ি উৎসবের মধ্য দিয়ে পুনর্মিলন করিয়ে দেওয়া। আগামী ছয়দিন যেসব কৃতী শিল্পী উৎসবে অংশগ্রহণ করে মানুষকে আনন্দিত করবেন তাঁদের অনুরোধ করা হয়েছে, এমন নাটক, গান, কবিতা, ছোটগল্প দর্শকদের জন্য উপস্থাপন করবেন, সেখানেই যেন মানুষের মহামিলনের একটি বার্তা থাকে। মানুষ যেন মানুষকে শত্রু না ভাবে।

আরও পড়ুন-ফের রেল দুর্ঘ.টনা, লাইন.চ্যুত আজমের-শিয়ালদা এক্সপ্রেস

উৎসবে পেটপুজোর জন্য থাকছে খাবারের স্টল। সরকারি স্টল রাখা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হচ্ছে। উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বীরভূম জেলা পুলিশ এবং জেলা পরিষদ। জেলা পরিষদের সভাধিপতি ফজলুল হক জানিয়েছেন, বছরের শেষ সপ্তাহটি মুখরোচক এবং আনন্দদায়ক হতে চলেছে সিউড়ি পুরসভার উদ্যোগে।

Latest article