জনসংযোগে বিদ্ধ হবে বিরোধীরা

তৃণমূল কংগ্রেসের বিপুল জনসংযোগেই মিলবে সমর্থন।

Must read

সংবাদদাতা, মালদহ : তৃণমূল কংগ্রেসের বিপুল জনসংযোগেই মিলবে সমর্থন। আর তাতেই বিদ্ধ হবে বিরোধীরা। লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভায় সমর্থক ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতিতেই বিরোধীরা টের পেয়েছে তাদের পরাজয় নিশ্চিত। সোমবার মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের ব্লক সম্মেলনে এমনটাই বললেন মন্ত্রী তাজমুল হোসেন। তিনি বলেন, জনসংযোগে জোর দেওয়ার কথা বারে বারে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তাঁর নির্দেশ মতোই লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে জনসংযোগে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আর তাতেই মিলছে সমর্থন।

আরও পড়ুন-জেলায় জেলায় সাড়ম্বর বড়দিনের উৎসবে মাতল মানুষ

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে জেলা জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের ব্লক সম্মেলন। লোকসভা নির্বাচনে বিরোধীদের বাজিমাত করতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। সাংগঠনিক আলোচনা ও কর্মী সম্মেলনের মাধ্যমে মালদহ জেলার ১৫টি ব্লকেই ব্লক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিন এই সম্মেলনে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। রাজ্য সরকারের উন্নয়ন, জনসংযোগ, সংগঠনের প্রসার বাড়াতে নানান পন্থা সম্পর্কে আলোকপাত করেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনগুলির ব্লক সভাপতিদের সংগঠন সম্পর্কে তথ্য তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। সম্মেলনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক-সহ শাখা সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী প্রমুখ। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবদুর রহিম বক্সী জানান, ব্লক সম্মেলনের মধ্য দিয়ে জেলার ১৫ ব্লক ও দুটি পুরসভা এলাকার সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান, জনসংযোগ, সাংগঠনিক বিস্তারের জন্য প্রতিটি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত সেই মতো কাজে ঝাঁপিয়ে পড়বেন।

Latest article