সেঞ্চুরিয়ন, ২৫ ডিসেম্বর : অনেকবার জয়ের কাছাকাছি এসেও জয় অধরাই থেকে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফেরা হয়নি ভারতের।
প্রথমবার এদেশে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ হয়েছিল ১৯৯২-এ। এ-যাবৎ সাতবার টেস্ট সিরিজ হয়েছে। তার মধ্যে ছ’বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। একবার ড্র হয়েছে। এবার রোহিত শর্মাদের সামনে সিরিজ জেতার ভাল সুযোগ রয়েছে বসে প্রাক্তনদের অনেকে মনে করছেন। কিন্তু এই মনে করা আর বাস্তব অনেক দূরের ব্যাপার। সুতরাং দুই টেস্টের সিরিজে কী হবে কেউ জানে না।
আরও পড়ুন-মোবাইল ছেড়ে বইমুখী হওয়ার বার্তা মেলায়
ভারতের জন্য একটু চাপের ব্যাপার এটাই যে, মহম্মদ শামিকে এই সিরিজে পাওয়া যাবে না। গোড়ালির চোট ভোগাচ্ছে তাঁকে। তাছাড়া পুরো দল হাতে পাচ্ছেন রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে শামির না থাকা নিয়ে প্রশ্ন করেছিল মিডিয়া। তাতে তিনি বলেন, আমরা সেরা দলের বিরুদ্ধে খেলতে চাই। জানি এটা খুব চ্যালেঞ্জিং, তাও। জানি শামি এই সিরিজে নেই। ও কী পারে সেটা সবাই জানে। আমরা এটা জানি যে এই ভারতীয় দলের গভীরতা অনেক। সুতরাং শামির পরিবর্তে যেই খেলুক না কেন, সেটাও শক্ত চ্যালেঞ্জই হবে।
আরও পড়ুন-জেলায় জেলায় সাড়ম্বর বড়দিনের উৎসবে মাতল মানুষ
৩১ বছরে ভারত যে এদেশে টেস্ট জেতেনি সেটা বিলক্ষণ জানেন বাভুমা। তাই বলেছেন এবারও সেই রেকর্ড ধরে রাখার চেষ্টা করবেন। কিন্তু ব্যাপারটা এত সহজ নাও হতে পারে। সমস্যা সবথেকে বেশি বাভুমাদেরই। দুই স্পিডস্টার কাগিসো রাবাডা আর নুঙ্গি এনগিডি নেটে ফিরলেও তাঁদের ফিটনেসের কি অবস্থা কেউ জানে না। নতুন বল এদের হাতে তুলে দিতে পারলে কিছুটা নিশ্চিন্ত হবেন বাভুমা। কারণ, এটা সবার জানা সেঞ্চুরিয়নে বল ছুটবে। এখানে সিমাররা বরাবর এগিয়ে থাকেন।
আরও পড়ুন-জনসংযোগে বিদ্ধ হবে বিরোধীরা
দক্ষিণ আফ্রিকার কোচ সুক্রি কর্নার্ড বলেছেন, আমরা জানি যে ভারত এখানে কখনও টেস্ট সিরিজ জেতেনি। কিন্তু এটাও জানি যে, এই রেকর্ড ধরে রাখা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হবে। তবু আমরা এই রেকর্ড ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করব। কোচ অবশ্য দুই সিমারকে দলের রাখবেন ভেবেই এসব কথা বলেছেন। কিন্তু রাবাডা আর এনগিডি শেষ পর্যন্ত মাঠে নামবেন কিনা সেই খবর নেই।
আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে সেই ধার নেই, রোহিত-বিরাট রান করবে, দাবি সানির
ভারতীয় দল শামি নেই। সেটা একটা ধাক্কা। কিন্তু এছাড়া পূর্ণাঙ্গ টেস্ট দল নিয়ে মঙ্গলবার মাঠে মানতে পারছে ভারত। বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতার পর, রোহিত, বিরাট ও বুমরা আবার মাঠে নামছেন। রোহিত ও বিরাট মাঠে থাকা মানে বিপক্ষের ওপর চাপ। গাভাসকর বলেছেন, ঈষৎ দুর্বল দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপের সামনে এই দু’জনের রান করা উচিত। রোহিত ও বিরাট রান পেয়ে গেলে তার প্রভাব দলে পড়বে। ভারত তাতে ভাল খেলবে।