প্রতিবেদন : আবহাওয়ার গতিপ্রকৃতি আরও ভালভাবে জানতে দুটি অত্যাধুনিক রেডার (Two modern radars) বসাচ্ছে আলিপুর হাওয়া অফিস। মালদহ ও ডায়মন্ডহারে দুটি রেডার বসানো হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই রেডার নিখুঁতভাবে বলে দেবে কালবৈশাখীর আগমন থেকে ঘূ্র্ণিঝড় গতিপথ। বজ্রপাতের জায়গাও বলে দেবে এই রেডার। পরপর দু’বছর এল নিনো আসার সম্ভাবনা আছে। এই দু’বছর আবহাওয়ায় অনেক বদল আসবে। কখন কেমন থাকবে আবহাওয়া তা আরও ভালভাবে বোঝার জন্যই দুটি আধুনিক রেডার বসানো হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- মাত্র ৪ মাসে কর্মসাথী প্রকল্পে নথিভুক্ত ২০ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিকের নাম
রাজ্যে এখন আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য একটি মাত্র রেডার আছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের এস ব্যান্ডের ওই রেডারটি রয়েছে নিউ সেক্রেটারিয়েট ভবনের ছাদে। পুরনো হলেও সেটি এখনও ভাল কাজ করছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ৫০০ কিলোমিটার এলাকা জুড়ে আবহাওয়ার পরিস্থিতি জানাতে পারে সেই রেডার। কার্যকর। নতুন যে দু’টি রেডার (Two modern radars) বসানোর জন্য আবহাওয়া দফতর ইতিমধ্যেই চুক্তি করেছে, সেগুলির রেঞ্জ অবশ্য কম। ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে এক্স ব্যান্ডের রেডার বসবে, তার রেঞ্জ ১০০-১৫০ কিলোমিটার। এই রেডারটি এক্স-ব্যান্ড পোলারিমেট্রিক ডপলার রেডার।
মালদহে কেন্দ্রীয় সরকারি সংস্থা আইসিএআরের অধীনস্থ একটি গবেষণা কেন্দ্রে সি-ব্যান্ডের রেডার বসবে। সেটির রেঞ্জ হবে ৩০০-৩৫০ কিলোমিটার। অর্থাৎ গোটা উত্তরবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশের একটা অংশ এর আওতায় চলে আসবে।