টেস্ট ম্যাচ থেকে ডেভিড ওয়ার্নার (David Warner) অবসর নিচ্ছেন, সেই কথা আগেই ঘোষণা করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে বুধবার জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছেন তিনি। ২০২৪ সালের নতুন বছর শুরুর দিনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিলেন অজি তারকা। ওয়ার্নার
আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ছিলেন তবু একদিনের ম্যাচ খেলেননি। আজ, বছরের প্রথম দিন ওডিআই ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি। তবে খুশির খবর একটাই, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের প্রয়োজন অবশ্যই তিনি মাঠে নামার কথা ভেবে দেখবেন।
আরও পড়ুন-বর্ষশেষের দুর্ঘ.টনায় নতুন বছর সকালে মৃ.ত্যু কনস্টেবলের
সোমবার ডেভিড ওয়ার্নার জানান, ‘আমি একদিনের ক্রিকেট থেকেও অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ খেলার সময় থেকেই অবসর নেওয়ার কথা ভাবি। ওখানে বিশ্বকাপ জেতা বড় প্রাপ্তি। আমার এই সিদ্ধান্ত এক দিনের দলকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। যদি সেই সময় পর্যন্ত আমি ক্রিকেট খেলি এবং দলের যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে আমাকে পাওয়া যাবে।’
আরও পড়ুন-করোনার জেএন.১ ভ্যারিয়েন্টে ক্ষতিগ্রস্ত শিশুরা
অস্ট্রেলিয়ান ওপেনার কেরিয়ারে ১৬১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৫৯ ইনিংসে মোট ৬৯৩২ রান ঝুলিতে ভরেছেন। গড় ৪৫-এরও বেশি। ২২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। সবমিলিয়ে তাঁর অবসর ঘোষণায় একটু হলেও আশাহত অনুরাগীরা।