বর্ষশেষের দুর্ঘ.টনায় নতুন বছর সকালে মৃ.ত্যু কনস্টেবলের

বর্ষশেষের রাতে পুরুলিয়া (Purulia) শহরের রাঘবপুর মোড়ে মাঝরাতে রাস্তায় টহল দিতে বেরিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হল পুলিশের টহলদারি ভ্যান

Must read

বর্ষশেষের রাতে পুরুলিয়া (Purulia) শহরের রাঘবপুর মোড়ে মাঝরাতে রাস্তায় টহল দিতে বেরিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হল পুলিশের টহলদারি ভ্যান। গতকাল রাতে পুলিশের টহলদারি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে আবগাড়ি দফতরের একটি গাড়ির। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ডিএসপি (ট্রাফিক)-সহ চার পুলিশকর্মী। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে অন্যত্র রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয় নি, আজ বছরের প্রথম দিন সকালেই মৃত্যু হয়েছে এক কনস্টেবলের।

আরও পড়ুন-করোনার জেএন.১ ভ্যারিয়েন্টে ক্ষতিগ্রস্ত শিশুরা 

পুলিশের তরফে খবর, রাঘবপুর মোড়ে উল্টোদিক থেকে এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যানে ধাক্কা দেয়। দ্রুত আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে পুরুলিয়ার দেশবন্ধু রোডে তৃণমূল কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছিল। রাস্তায় বহু মানুষের ভিড় ছিল সেই সময়ে। যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন পুরুলিয়ার ডিএসপি (ট্রাফিক)-সহ অন্যান্য পুলিশকর্মীরা। হঠাৎ করেই একটি বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যানে ধাক্কা মারে। জখম হন ডিএসপি-সহ চার পুলিশকর্মী। বাবলু গড়াই নামে এক পুলিশকর্মী অত্যন্ত সংকটজনক ছিল। তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-সিগারেটের ছাই ফেলতে গিয়ে বান্ধবীর ফ্ল্যাটের বহুতল থেকে পড়ে যুবকের মৃ.ত্যু

উল্লেখ্য, যে গাড়িটি ধাক্কা মেরেছে সেটি আবগারি দফতরের গাড়ি বলে চিহ্নিত হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িতে কোনও সরকারি আধিকারিক ছিলেন না। কীভাবে এদিন এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Latest article