প্রতিবেদন : উত্তেজনা বাড়ার ইঙ্গিত। নতুন বছরের শুরুতেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বললেন, আমাদের মাতৃভূমি এক হবেই। চিন ও তাইওয়ানের (Taiwan) ঐক্য সম্পন্ন হবে।আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার আগে তাইওয়ান নিয়ে শি জিনপিংয়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। কূটনৈতিক মহলের মত, নতুন বছর তাইওয়ানের উপর চিন সামরিক ও রাজনৈতিক দিক থেকে চাপ দিয়ে যাবে। কারণ, জিনপিং এর আগে বলেছিলেন, দরকার হলে শক্তি ব্যবহার করে তাওইয়ানকে নিয়ে নেওয়া হবে। মাস কয়েক আগে তাইওয়ানের কাছে চিনের যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল।
এখন জিনপিং বলছেন, তাইওয়ান (Taiwan) খাঁড়ির দুই পাশে থাকা স্বদেশবাসী নিঃসন্দেহে জাতীয় নবজীবনের গৌরব ভাগ করে নেবেন। চিন মনে করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও ডেমক্রেটিক পিপলস পার্টির শীর্ষনেতা লাই বিচ্ছিন্নতাবাদী মনোভাব নিয়েছেন এবং আক্রমণ করার জন্য চিনকে উসকানি দিচ্ছেন। তাইওয়ানের নেতাদের অভিযোগ, চিন তাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে চাইছে এবং ভুল তথ্য প্রচার করছে। যদিও এই অভিযোগ চিন অস্বীকার করেছে।
আরও পড়ুন- বাংলাদেশের নোবেলজয়ী ইউনুসের কারাদণ্ড