আরও হিয়ারিং অফিসার নিয়োগ করছে পুরসভা

Must read

প্রতিবেদন : বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেআইনি নির্মাণ মামলাগুলিতে আরও গতি আনতে এবার অতিরিক্ত হিয়ারিং অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার মহানাগরিক ফিরহাদ হাকিমের পৌরোহিত্যে মেয়র পারিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার রাজ্য সরকারের অনুমোদন পেলেই একাধিক হিয়ারিং অফিসার নিয়োগ করবে পুরসভা (KMC)। গত কয়েকমাস ধরে শহরে বেআইনি নির্মাণ রুখতে ময়দানে নেমেছেন স্বয়ং মেয়র। নির্মাণ সংক্রান্ত পুরসভার যাবতীয় নিয়ম লঙ্ঘন করে কোনও নির্মাণের অভিযোগ পেলে বিল্ডিং আইন অনুযায়ী পুরসভা অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এরপর হিয়ারিং অফিসাররা ওই নির্মাণ পরিদর্শন করে রিপোর্ট জমা করলে শুরু হয় মামলার শুনানি। কিন্তু বর্তমানে মাত্র একজন হিয়ারিং অফিসার থাকায় প্রচুর মামলার শুনানি ঝুলে রয়েছে। ফলে সেসব বেআইনি নির্মাণ ভাঙাও আটকে থাকছে। তাই মামলার শুনানিতে আরও গতি আনতে এবার একাধিক হিয়ারিং অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিল পুরসভা।

আরও পড়ুন- প্রতিষ্ঠা দিবসেই পার্টি অফিস আগুন দিয়ে পোড়াল বিজেপি

Latest article