প্রতিষ্ঠা দিবসেই পার্টি অফিস আগুন দিয়ে পোড়াল বিজেপি

Must read

সংবাদদাতা, হলদিয়া : ইংরেজি নববর্ষের শুরুর দিনেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন। অভিযোগের তীর বিজেপির দিকেই। প্রতিষ্ঠা দিবসের (TMC Foundation Day) দিনেই পার্টি অফিস পুড়ে ছাই হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকেরা। হলদিয়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ২১০ নম্বর বুথে এই পার্টি অফিসটি ছিল। ভবানীপুর থানা এলাকার রঘুনাথচকে তৃণমূলের এই দলীয় কার্যালয়ে ভোর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় পার্টি অফিসে থাকা কাগজপত্র ও আসবাবপত্র। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই পার্টি অফিসে কর্মসূচি ছিল। ফলে আগের দিন রাত বারোটার পর পার্টি অফিস থেকে তৃণমূলকর্মীরা বাড়ি যান। সকালে লোকজন খবর পান পার্টি অফিস পুড়ে ছাই। খবর পেয়ে সকালেই তৃণমূলের নেতা-কর্মীরা হাজির হন। হলদিয়ার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হলদিয়া শহর যুব তৃণমূল সম্পাদক সুশান্ত মালি বলেন, ১৫ ডিসেম্বর হলদিয়ায় গদ্দার অধিকারী এসেছিল। বহিরাগতদের নিয়ে সভাও করেছিল। সেই সভায় বেশ কিছু উস্কানিমূলক গরম গরম কথা বলে গদ্দার। তার ফলেই এমন কাণ্ড ঘটতে পারে বলে আমাদের অনুমান। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।

আরও পড়ুন- বছর শুরুর দিনেই দিঘায় মানুষের ভিড়ে রেকর্ড

Latest article