সংবাদদাতা, জলপাইগুড়ি : সরকারি জমি দখল করেছিল জমি মাফিয়ারা। বুলডোজার চালিয়ে দখল মুক্ত করলেন খোদ বিডিও। এবার সরকারি জমি রক্ষা করতে নিজে হাতেই দখল করা জমির খুঁটি ভেঙে দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের ধারাগছ এলাকায়। জানা গেছে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ধারাগছ এলাকায় করতোয়া নদীর ধারে বেশ কিছু খাস জমি দখল করে ঘেরা দিয়ে অস্থায়ী ঘর বানিয়েছিল জমি মাফিয়ারা। জায়গায় জায়গায় খুঁটি পুঁতে রেখেছিল কে বা কারা। সেই খবর যায় রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনের কাছে।
আরও পড়ুন-বিজেপিকে শায়েস্তা করবেন মহিলারাই
অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের দুই আধিকারিককে নিয়ে সেই জমি পরিদর্শনে যান তিনি। গিয়ে দেখতে পান প্রায় ১০ একরের বেশি জমি দখল করে রেখেছে জমি মাফিয়ারা। সাথে সাথে নিজেই খুঁটি ভেঙে ফেলেন। এরপর নিয়ে আসা হয় বুলডোজার। বিডিওর নির্দেশমতো বুলডোজার চালিয়ে অস্থায়ী নির্মাণ ভেঙে সম্পূর্ণ জমি দখল মুক্ত করা হয়। বিডিও প্রশান্ত বর্মন জানান, আমার কাছে অভিযোগ এসেছিল করতোয়া নদীর ধারে প্রায় ৩০-৩৫ বিঘা সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। পরিদর্শন করতে এসে দেখি সমস্ত জমি দখল করার জন্য খুঁটি পুঁতে রাখা হয়েছে। সব ভেঙে দখল মুক্ত করা হল।