বিজেপিকে শায়েস্তা করবেন মহিলারাই

শুক্রবার চোপড়ায় ‘চলো পাল্টাই’ কর্মসূচি থেকে এভাবেই বিজেপিকে একহাত নিলেন মন্ত্রী তথা রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : মহিলাদের বোকা বানানোর চেষ্টা করবে না, বিজেপিকে শায়েস্তা করবেন রাজ্যের মহিলারাই। শুক্রবার চোপড়ায় ‘চলো পাল্টাই’ কর্মসূচি থেকে এভাবেই বিজেপিকে একহাত নিলেন মন্ত্রী তথা রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন-মাথার তার কেটেছে গদ্দারের : দেবাংশু

তিনি বলেন, বিজেপির বঞ্চনার বিরুদ্ধে জাগ্রত করতেই রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ভেবেছে মহিলারা বোকা, তাঁদের সহজেই বোকা বানানো যায়। কিন্তু জেনে রাখুন বিজেপির নেতা-মন্ত্রী-কর্মীরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অনেক এগিয়ে গিয়েছেন রাজ্যের মহিলারা। তাঁরা স্বনির্ভর হয়েছেন। প্রত্যন্ত এলাকার মহিলারাও আইন-কানুন বুঝতে শিখেছেন। তাঁদের বোকা বানানোর বৃথা চেষ্টা করবেন না। বিপাকে পড়বেন আপনারাই। কারণ লোকসভা নির্বাচনে বিজেপিকে বাংলা ছাড়া করতে প্রস্তুত মহিলারা। এদিন চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলে রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের ৪৫ দিনের কর্মসূচির অন্তর্গত পাড়া বৈঠকিতে রাজ্য সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, দার্জিলিং সমতল জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ প্রমুখ। কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ১৫ তারিখ থেকে শুরু হওয়া এই ৪৫ দিনের কর্মসূচি চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। আগামী ২৮ জানুয়ারি রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জেলায় এসে প্রতিবাদী শপথ নামক আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। বুথে বুথে পাড়ায় বৈঠকের অঙ্গ হিসেবে এদিন চোপড়ায় আলোচনাসভা হয়। যেখানে ওই অঞ্চলের সমস্ত মহিলাদের নিয়ে মাটিতে বসে আলোচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। কনকনে ঠান্ডা উপেক্ষা করে উপস্থিত ছিলেন এলাকার মহিলারা।

Latest article