প্রতিবেদন: বিজেপি রাজ্যের হোম থেকে উধাও ২৬ জন নাবালিকা! সারপ্রাইজ ভিডিটে মধ্যপ্রদেশের একটি বেসরকারি ‘হোম’-এ ঢুকে চক্ষুচড়কগাছ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইন্ড রাইটস-এর চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোর। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বেসরকারি হোমের রেজিস্টারে থাকা ২৬ জন নাবালিকা বেমালুম গায়েব! হোমের ডিরেক্টরকে প্রশ্ন করে মেলেনি কোনও সদুত্তর। শেষ পর্যন্ত এফআইআর দায়ের করে শিশু সুরক্ষা কমিশন। সদ্য প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলছেন, তিনি ২৬ নাবালিকার উধাও হওয়ার কথা জানতেন। তাহলে আগে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি কেন সেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন-মালদ্বীপ-অস্বস্তি বাড়ছে হাইকমিশনারকে তলব
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের শহরতলিতে পরওয়ালিয়ায় এনজিও-র নামে রেজিস্ট্রেশন করা একটি হোম আঁচল গার্লস হোস্টেল। প্রশাসন এই সংস্থাকে এনজিও-র ছাড়পত্র দিয়ে থাকলেও হোম চালানোর কোনও অনুমতিই নেই তাদের, দেখা যায় কমিশনের তদন্তে। কমিশনের চেয়ারম্যান সহ আধিকারিকরা হোমে গিয়েই আবাসিকদের
রেজিস্টার খাতা মিলিয়ে দেখেন। তাতে ৬৮ জন নাবালিকার নাম থাকলেও দেখা যায় একেবারে ২৬ জন নাবালিকাই নিখোঁজ।
আরও পড়ুন-দু’হাজারি নোট বদল এবার পোস্ট অফিসে, জানাল রিজার্ভ ব্যাঙ্ক
খোদ কমিশনের অভিযোগ, মধ্যপ্রদেশের নারী ও শিশু কল্যাণ বিভাগের পক্ষ থেকে এই সংস্থাকে হোম চালানোর অনুমোদন দেওয়া হয়। অথচ হোম চালানোর লাইসেন্সই নেই তাদের। বিরোধী দল কংগ্রেসের প্রশ্ন, যে নাবালিকাদের সন্ধান পাওয়া যাচ্ছে না তারা শিশুপাচার চক্রের শিকার নয় তো? সরকারি মদতে বেআইনি হোম খুলে নাবালিকা পাচার চলছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।