‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-শ্লীলতাহানির অভিযোগে বিজেপি রাজ্যে চিঠি ৫০০ ছাত্রীর
নিষ্ঠুর লজ্জা
সভ্যতার এক নিষ্ঠুর লজ্জা
লজ্জা যখন পাতে লজ্জার শয্যা
কে করলো পাপ?
পরিণতি কার?
শিশু হত্যা!
সভ্যতার এ কী নিষ্ঠুর দংশন!
সভ্যতা যখন সভ্যতার পতন
কে ঘটালো অনর্থ?
এর কি অর্থ
নিষ্ঠুরতা।।
সভ্যতার এ কী পাপাচার
পাপ যখন পাপের বড় আহার
পাপিদের জয় কেন?
কুলির পাপ
নীরবতা!
সভ্যতার সত্যতা ঘুরে দাঁড়াও
সভ্যতা মানুষকে জাগাও
কোনো ক্ষমা নেই
প্রতিবাদ হোক
প্রতিবাদ।।