প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর জন্যও তিনি আবেদন জানিয়েছেন শীর্ষ আদালতে। দুই বিচারপতিকেই আপত্তিকর মন্তব্য থেকে বিরত রাখার জন্য শীর্ষ আদালতকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি৷
আরও পড়ুন-গঙ্গার জলে এবার প্রতিদিন ধুয়েমুছে যাবে মহানগরীর ধুলোর পাহাড়
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হোক। যে বেঞ্চ নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা শুনবে। বিশেষ করে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে মামলাগুলি আছে সেগুলি সরিয়ে নেওয়া হোক বিশেষ বেঞ্চে। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, আদালতের বাইরে তিনি এক পক্ষের বয়ান তুলে ধরছেন বারবার।
আরও পড়ুন-বইমেলা উপলক্ষে দুশো বিশেষ বাস নামাচ্ছে রাজ্য পরিবহণ দফতর
বিচারাধীন বিষয় নিয়ে বাইরে কথা বলছেন। অভিষেকের আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিক শীর্ষ আদালত। রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। লক্ষণীয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা।