সংবাদদাতদা, নানুর : ছোট থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যে এক অভিনব আয়োজন নানুরে বড়ারা প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার স্কুলে ছিল শিশুশিক্ষা সংসদে লোকসভা নির্বাচন। সাধারণ নির্বাচনের আদলে হল ভোট। প্রার্থীদের নামে ব্যালট ছাপানো হয়। ক্লাসের তিনজন ভালো পড়ুয়াকে প্রার্থী করা হয়। ১৬৯ জন পড়ুয়া ভোট দেয়। পোলিং অফিসার আঙুলে কালি দিলে ভোট দিলেন পড়ুয়ারা। ব্যালট পেপারে প্রার্থীদের ছবি, নামের তালিকা, সিলমোহর— কিছুই বাদ ছিল না।
আরও পড়ুন-কেন্দ্রের লালচক্ষুর জবাবে সঙ্ঘবদ্ধ শপথে চন্দ্রিমা
সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় ঘোষ জানান, পাঠ্য ক্রমে শিশুশিক্ষা সংসদ গঠন হয়। উদ্দেশ্য, ছোট থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলা। ছয়জনের ক্যাবিনেট গঠনের পর সাপ্তাহিক বৈঠক করে ছাত্র খাদ্যমন্ত্রী শিক্ষকদের মিডডে মিলে রান্নার পরামর্শ দেবে। ছাত্র পরিবেশমন্ত্রী পরামর্শ দেবে স্কুলকে কীভাবে পরিবেশবান্ধব করে সাজানো যায়। এক কথায় ছাত্রছাত্রীরা স্কুলের ভাল-মন্দে অংশগ্রহণ করবে। ভোটে অবজারভারের দায়িত্ব পালন করেন প্রাক্তন প্রধান শিক্ষক আনন্দ মাসাত। কীভাবে ভোট হচ্ছে দেখতে অন্য বিদ্যালয় থেকেও এলেন শিক্ষক-শিক্ষিকারা। সাধুবাদ জানিয়ে গেলেন। নির্বাচনে ৫৮ ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী হলেন বিশ্বজিৎ মাসাত। অন্য প্রার্থী বিদিশা মণ্ডল ভোট পেয়েছেন ৯ ও রাইমা মাসাত ১৫টি। প্রধানমন্ত্রী শীঘ্রই পাঁচজনের ক্যা বিনেট গঠন করবেন। শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, পরিবেশ এবং ক্রীড়ামন্ত্রীরা শপথবাক্যপ পাঠ করে দায়িত্বভার গ্রহণ করবেন।