ডিসেম্বরে করোনায় মৃত ১০ হাজার, জানাল হু

শীত ও উৎসবের মরশুমে করোনার দাপট বাড়বে বলে আগাম সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এবার তা নিয়েই উদ্বেগ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও

Must read

প্রতিবেদন : শীত ও উৎসবের মরশুমে করোনার দাপট বাড়বে বলে আগাম সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এবার তা নিয়েই উদ্বেগ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু)। সংস্থার প্রধান ড. টেড্রম অ্যাডহাম ঘেব্রেইসাস বলেছেন, ছুটির সময় জনসমাগম ও বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ করোনার সাব-ভ্যারিয়েন্ট বিস্তারের কারণে গত মাসে কোভিডের সংক্রমণ অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন-লোকসভা ভোটের ধাঁচে স্কুলে শিশুশিক্ষা সংসদে নির্বাচন

তিনি আরও জানান, ডিসেম্বরে বিশ্বব্যাপী প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এইসময় বিশ্বের প্রায় ৫০টি দেশে করোনায় হাসপাতালে ভর্তি ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তার বেশিরভাগই ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে সংস্থার মহাপরিচালক সাংবাদিকদের বলেন, যদিও মহামারীর সময়ের তুলনায় মাসে ১০ হাজার মৃত্যু অনেক কম, তবে এতদিন পর এসেও প্রতিরোধযোগ্য স্তরে এই মৃত্যু গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন-কেন্দ্রের লালচক্ষুর জবাবে সঙ্ঘবদ্ধ শপথে চন্দ্রিমা

ঘেব্রেইসাস বলেন, এটি ‘নিশ্চিত’ যে অন্যান্য জায়গায় সংক্রমণ বাড়ছে, যার সব জানা যাচ্ছে না বা রিপোর্ট করা হচ্ছে না। তিনি সব দেশের সরকারকে নজরদারি বজায় রাখতে এবং চিকিৎসা ও টিকা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানান। হু মহাপরিচালক বলেন, জেএন.১ ভ্যারিয়েন্ট এখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য, যা ওমিক্রনের একটি ধরন। তাই বর্তমান টিকাগুলিতে এই পর্যায়েও সুরক্ষা থাকার কথা। তবে সতর্ক থাকতে মাস্ক ব্যবহার ও সাধারণ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা জরুরি বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Latest article