কেন্দ্রের লালচক্ষুর জবাবে সঙ্ঘবদ্ধ শপথে চন্দ্রিমা

১০০ দিনের কাজের প্রাপ্য টাকা না দেওয়া, মুখ্যমন্ত্রী ও মহিলাদের অসম্মানের প্রতিবাদে প্রজ্ঞানন্দ ভবনে সঙ্ঘবদ্ধ শপথসভা হল বৃহস্পতিবার

Must read

সংবাদদাতা, মহিষাদল : তমলুক শহর তৃণমূল মহিলা কংগ্রেস ও তাম্রলিপ্ত পুরসভার ২০ নং ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির আয়োজনে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা না দেওয়া, মুখ্যমন্ত্রী ও মহিলাদের অসম্মানের প্রতিবাদে প্রজ্ঞানন্দ ভবনে সঙ্ঘবদ্ধ শপথসভা হল বৃহস্পতিবার।

আরও পড়ুন-মহিষাদলে রাম-বাম জোটকে হারিয়ে সমবায় পেল তৃণমূল

সভায় মহিলা তৃণমূল মিটির সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, ভাল শিক্ষার্থীরা সারা বছর পড়ে এবং পরীক্ষা এলে আরও বেশি মন দিয়ে পড়ে। তেমনি তৃণমূল সারা বছর মানুষের পাশে থেকে সেবা করে। সামনে লোকসভা নির্বাচন। তাই আরও বেশি করে সঙ্ঘবদ্ধ হতে হবে ও মানুষের আশীর্বাদ নিতে হবে। গণতান্ত্রিক ভারতে আমরা সবাই স্বাধীন। কিন্তু রাজার মতো কেউ যদি লাল চক্ষু দেখাতে আসে, তাহলে তার যোগ্য জবাব দেওয়ার জন্য সঙ্ঘবদ্ধ হতে হবে। সভায় ‘সঙ্ঘবদ্ধ শপথ’ পাঠ করান সাংসদ মালা রায়। বলেন মন্ত্রী অখিল গিরি। ছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র, তিলক চক্রবর্তী, সুকুমার দে, জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, শিবানী দে কুণ্ডু প্রমুখ।

Latest article