মহিষাদলে রাম-বাম জোটকে হারিয়ে সমবায় পেল তৃণমূল

বৃহস্পতিবার মহিষাদল ব্লকের রমণীমোহন মাইতি গ্রামপঞ্চায়েতের টাঠারিবাড় কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়। তাতে জয়লাভ করে তৃণমূল। সমবায়ের ভোটার ১৩০০

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচনে (Loksabha election) আগে গদ্দার অধিকারীর এলাকায় রাম-বাম জোটের পরাজয়। উড়ল সবুজ আবির। বৃহস্পতিবার মহিষাদল ব্লকের রমণীমোহন মাইতি গ্রামপঞ্চায়েতের টাঠারিবাড় কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়। তাতে জয়লাভ করে তৃণমূল। সমবায়ের ভোটার ১৩০০। আসন ৬১। ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ৬১ আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৩৬ এবং রাম-বাম জোট ২৫টি।

আরও পড়ুন-একটুর জন্য প্রাণে বাঁচলেন মেহবুবা

ফলাফল প্রকাশের পর সবুজ আবির উড়িয়ে আনন্দে মাতলেন শাসকদল তৃণমূলের কর্মী-সমর্থকেরা। রমণীমোহন মাইতি গ্রামপঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও সমবায় ছিনিয়ে নিল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাসের মধ্যেই ঘুরে দাঁড়াল তারা। ফলাফল প্রকাশের পর কিছুটা উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

Latest article