অপেক্ষার অবসান, মাঝেরহাট মেট্রোয় (Majherhat Metro) ট্রায়াল রান (Trial Run) সম্পন্ন হল। আজ, শনিবার মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে তারাতলা মেট্রো স্টেশন পর্যন্ত সেই ট্রায়াল রান হয়। দক্ষিণ শহরতলির বহু মানুষ ট্রেন থেকে মাঝেরহাট রেল স্টেশনে নেমে মাঝেরহাট মেট্রো স্টেশনে চলে যেতে পারবেন। যাতায়াত অনেকটাই সহজ হয়ে যাবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, বেলা ১২ টা ১৬ মিনিটে তারাতলা স্টেশন থেকে একটি এসি রেক ছাড়ে। ১২ টা ১৯ মিনিটে মাঝেরহাট স্টেশনে পৌঁছে যায়। ফেরার সময় বেলা ১২ টা ৪৩ মিনিটে মাঝেরহাট স্টেশন থেকে রওনা দেয় মেট্রো রেক। সেটা বেলা ১২ টা ৪৬ মিনিটে তারাতলায় পৌঁছয়।
আরও পড়ুন-‘এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি’ বিজেপিকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের
মাঝেরহাট থেকে তারাতলা পর্যন্ত ১.২৫ কিলোমিটার অংশে ট্রায়াল রানের সময় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগ উঠেছিল। আজ শনিবার প্রথম ট্রায়াল রান হল। আজ খুব বেশি গতি নেয়নি ট্রেন। পরে গতিবেগ আরও বাড়বে। কলকাতা মেট্রোয় এখন সব এসি রেক চলাচল করে। মাঝেরহাট মেট্রোর ট্রায়াল রানের জন্য আজ একটি এসি রেক ব্যবহার করা হয়েছে। আজ ট্রায়ালের জন্য জোকা ডিপো থেকে ‘এমআর-৪১৭’ রেকটি আনা হয়।
আরও পড়ুন-ঘন কুয়াশায় ঢাকল চারদিক, নামতে পারল না গুয়াহাটির উড়ান
মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ট্রায়াল রানের বিষয়ে বলেন, ‘আমরা পাঁচ মিনিটের ব্যবধানে পার্পল লাইনে মেট্রো চালাতে চাইছি।’ কলকাতা মেট্রোর পার্পল লাইন হল জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডর। মাঝেরহাট মেট্রো করিডরের একটি স্টেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের ৩০ ডিসেম্বর জোকা-এসপ্ল্যানেড মেট্রোর জোকা থেকে তারাতলা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা উদ্বোধন করেন । ৩১ জানুয়ারি মাঝেরহাট মেট্রো স্টেশন উদ্বোধনের ‘ডেডলাইন’। খুব দেরী হলেও ফেব্রুয়ারির শুরুতেই পরিষেবা পাবে সাধারণ মানুষ।