‘এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি’ বিজেপিকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের

এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ধর্ষনের ঘটনাকে প্রকাশ্যে এনে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের মহিলা সেলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Must read

নারী স্বাধীনতা নিয়ে ঝান্ডা তোলা বিজেপির (BJP) রাজ্যে পর পর নারী নির্যাতনের ঘটনা সংবাদ শিরোনামে। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ধর্ষনের ঘটনাকে প্রকাশ্যে এনে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের মহিলা সেলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachrya)। বাংলায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে নিশানা করে এদিন তিনি বিজেপির দুর্নীতির কথা বলেন। আজ, শনিবার এই প্রসঙ্গে অমিত মালব্যকে নিশানা করে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহিলা সেলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘অমিত মালব্য ধর্ষকদের ভাড়া করেছেন আইটি সেল চালানোর জন্য।’

আরও পড়ুন-ঘন কুয়াশায় ঢাকল চারদিক, নামতে পারল না গুয়াহাটির উড়ান

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে চলছে তোড়জোড়। উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনা এই সমারোহের মাঝে ফিকে হয়ে যাচ্ছে। কিন্তু উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনায় বিজেপিকে তুলোধোনা করছে তৃণমূল কংগ্রেস। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। অথচ বাংলায় মুখ্যমন্ত্রী নারীদের সম্মান রক্ষায় অবিরাম লড়াই করছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনার পর তার অপসারণ উচিত ছিল কিন্তু তেমন কিছু ঘটনা দেখা গেল না। দেখা গিয়েছে এই অমিত মালব্য বিভিন্ন সময়ে টুইটারে সবাইকে আক্রমণ করে বেড়ান। নারীদের বিরুদ্ধে বিদ্বেষী মনোভাব পোষণ করেন এরা। সমাজের সকল প্রকার নিপীড়িত মহিলাদের পাশে তৃণমূল আছে এবং আগামী দিনে লড়াই চলবে।’

Latest article