প্রতিবেদন : লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আই পি এস ও ডব্লিউ বিপিএস স্তরের ১১৬ জন আধিকারিকদের বদলি করেছিল নবান্ন। এবার রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন থানাস্তরে পুলিশ অফিসারদের বদলির নির্দেশ জারি হল। জঙ্গলমহলের অন্তর্গত বিভিন্ন জেলার থানার সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। মোট ৩৩৩ জন সাব ইন্সপেক্টর ও এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরদের ভোটের আগেই রদবদল করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিগত কয়েকদিন ধরে পুলিশের বিভিন্ন স্তরে রদবদল হচ্ছে। এবার পশ্চিমাঞ্চলের জেলা আসানসোল দুর্গাপুর লোকসভা ,চন্দননগর ,বীরভূম ,হুগলী, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার পুলিশ অফিসারদের বাড়ল করা হল। জঙ্গলমহলের বিভিন্ন থানার ৬২জন পুলিশ অফিসারকে বদলি করা হল ।
আরও পড়ুন-১৯ মাসে সর্বোচ্চ পতন শেয়ার বাজার
সোমবার নবান্ন থেকে রাজ্যের দমকল বিভাগের ডিজি সহ বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার , ওসি, আইসি এবং এসডিপিওদের বদলির বিজ্ঞপ্তি জারি করার পর এবার জঙ্গলমহলে সব থানায় পুলিশ অফিসারদের রদবদল ঘটানো হয়। মোট ৬২ জন সাব ইন্সপেক্টর ও এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরদের রদবদল ঘটানো হয় মঙ্গলবার। জঙ্গলমহলের ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বিনপুর, বেলাবেরিয়া, জামবনি, গোপীবল্লভপুর, লালগড়, সাঁকরাইল ও নয়াগ্রাম থানার পুলিশ অফিসারদের রদবদল ঘটানো হয়।