১৯ মাসে সর্বোচ্চ পতন শেয়ার বাজার

যেখানে সেনসেক্স ১,৬২৮ পয়েন্ট কমে ৭১,৫০০.৭৬-এ দিন শেষ করে, নিফটি ৪৬০.৩৫ পয়েন্ট বা ২.০৯ শতাংশ কমে ২১,৫৭১.৯৫-এ স্থির হয়।

Must read

প্রতিবেদন : শেয়ারবাজারে বিরাট পতন। বুধবার সেনসেক্স (বিএসই সেনসেক্স) এবং নিফটি (এনএসই নিফটি)তে তীব্র পতন হয়েছে। বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি কমে যায় এবং ৭২০০০-এর নিচে চলে যায়। এই সময় নিফটি ২১৬৫০-এর নিচে খুলেছে। এরপর শেয়ারবাজারে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। এই পতনের ফলে বুধবার বিনিয়োগকারীদের সম্পদ থেকে ৪.৫৯ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে।

আরও পড়ুন-হকার নিয়ন্ত্রণে ক.ড়া পদক্ষেপ কলকাতা পুরসভার, ব্যবসায়ীদের সমস্যা মেটালেন মেয়র

গত ১৯ মাসে এটি সেনসেক্স এবং এনএসই সূচক নিফটি, উভয়ের জন্যই একক দিনের বৃহত্তম পতন। যেখানে সেনসেক্স ১,৬২৮ পয়েন্ট কমে ৭১,৫০০.৭৬-এ দিন শেষ করে, নিফটি ৪৬০.৩৫ পয়েন্ট বা ২.০৯ শতাংশ কমে ২১,৫৭১.৯৫-এ স্থির হয়। এর আগে গত ১৩ জুন, ২০২২ সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একক দিনের সবচেয়ে বড় ক্ষতির সাক্ষী হয়েছিল। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির মার্কেট ক্যাপ ৪,৫৯,৩২৭.৬৪ কোটি কমে ৩, ৭০,৩৫, ৯৩৩.১৮ কোটিতে দাঁড়িয়েছে। মঙ্গল ও বুধবার বাজার পতনের দুই দিনে, বিনিয়োগকারীদের সম্পদ ৫,৭৩,৫৭৬.৮৩ কোটি
টাকা কমেছে।

Latest article