সংবাদদাতা, কালনা : শরৎচন্দ্রের বিখ্যাত এবং জনপ্রিয় উপন্যাস ‘দেবদাস’। যা নিয়ে নানা সময়ে ছবিও হয়েছে। শরৎসৃষ্ট দেবদাসের সঙ্গে জড়িয়ে বর্ধমানের হাতিপোতা গ্রাম। দেবদাস উপন্যাস অনুযায়ী এই গ্রামেই পারু তথা পার্বতীর সঙ্গে দেখা করতে এসে দেবদাসের প্রয়াণ ঘটে। সেই কাহিনি ঘিরে এই গ্রামে ২৪ বছর ধরে আয়োজিত হচ্ছে মেলা। আর সেই মেলার বৈশিষ্ট্য দানবীয় মিষ্টি— ল্যাংচা। আর সেই মিষ্টির টানেই জমে ওঠে কালনার হাতিপোতা গ্রামের দেবদাস মেলা। একটি মিষ্টি খাওয়া একজনের কম্মো নয়।
আরও পড়ুন-আত্মসমর্পণে বাড়তি সময় চেয়ে শীর্ষ আদালতে এবার বিলকিসের ধর্ষকরা, জেলে ফিরতে টালবাহানা
১০-১২ জন মিলে খেলে তবে শেষ হয়। আকারের মতো দামও আকাশছোঁয়া। এক-একটি মিষ্টির দাম ১০০০ থেকে ২০০০ টাকা। মিষ্টিগুলো এতটাই বড় যে দুই হাত দিয়ে তুলতে হয়। ওজন প্রায় ২ থেকে ৩ কেজি। এমনই মিষ্টির দেখা মেলে কালনার নান্দাই পঞ্চায়েতের হাতিপোতা গ্রামের দেবদাস স্মৃতিমেলায়। এই গ্রামে প্রায় সাতশো পরিবারের হাজার দুয়েক মানুষের বাস। মেলার উদ্বোধন করেন প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ ও অভিনেত্রী পায়েল সরকার। মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন-বিজেপির রামরাজ্যের নমুনা! বিনা দোষে জেল খাটল কিশোর, বুলডোজারে বাড়ি ভাঙল পুলিশ
মেলা ঘুরে ঘুরে মানুষ একটাই জিনিস কেনে, সেটা জাম্বো ল্যাংচা। কোনওটা ২৫ ইঞ্চি লম্বা, কোনওটা ৯ ইঞ্চি। মোটা ৩ ইঞ্চি। একটা বড় মিষ্টি কিনে পরিবারের সকলে ভাগ করে খাওয়াটাই এই মেলার আনন্দ। মেলাটিকে মিষ্টিমেলা বললেও ভুল হয় না।

