আমেরিকায় (US) ন্যাসভিলে পড়তে গিয়ে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া (engineering student)ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। ১৮ দিন পরে ভারত সরকার ও আমেরিকার যৌথ চেষ্টায় পুত্রের দেহ ফিরে পেলেন বাবা। পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিনয়কুমার জানা (২৬)। তার বাড়ি রামনগরের পিছাবনীর সটিলাপুর এলাকায়।
আরও পড়ুন-বহুতলে ভয়াবহ আগুন, মৃ.ত সদ্যজাত
বিনয়কুমার আমেরিকায় ন্যাশভিলে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার দিন এক ঘণ্টার আগেও মায়ের সঙ্গে কথা বলেছিলেন বিনয়। ফ্যামিলি গ্রুপে হাসাহাসিও করেন। বিনয়ের জন্য বিয়ের চিন্তা করা হচ্ছিল। তারপর থেকেই আর ফোনে বিনয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। সেখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরে ১১ই জানুয়ারী পরিবার জানতে পারেন ৬ জানুয়ারি আত্মহত্যা করেছেন ছাত্র। ময়নাতদন্ত করানো হয়। কিন্তু মৃত্যুর আসল কারণ এখনও জানা যায় নি। ৪ জানুয়ারি বিনয়ের জন্মদিন ছিল। বিদেশে তাঁর বন্ধুরা মিলে কেক কেটে পার্টি করেন। ৬ ই জানুয়ারি তাঁর মৃত্যু হয়। ২৭ জানুয়ারি বিনয়ের বাড়ি আসার কথা। শুক্রবারই দেহ ফেরত এনে তাঁর সৎকার্য সম্পন্ন করেন পরিবার।