ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়, কবে বাড়ছে তাপমাত্রা

উত্তরের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার ফলে সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশা থাকবে মালদা এবং দুই দিনাজপুরে

Must read

হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই জানুয়ারি (January) মাসের শেষে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে (South Districts)। আগামী তিন দিন যদিও আবহাওয়া ভালোই থাকবে বাংলায়। সকালে অল্প কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শীতের আমেজ থাকবে তবে সেই জমানো শীতের সম্ভাবনা আর নেই বললেই চলে। উত্তরের জেলাগুলিতে যদিও ঘন কুয়াশা অব্যাহত থাকবে। বিহারে কোল্ড ডে পরিস্থিতি চলছে আর তার প্রভাব পড়বে আশেপাশের রাজ্যের জেলাগুলিতেও। দার্জিলিং ও কালিম্পং এর মত এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। সিকিমে তুষারপাত হবে।

আরও পড়ুন-আমেরিকায় পড়তে গিয়ে দিঘার ছাত্রের রহস্যজনক মৃ.ত্যু

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। রাজস্থানে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মালদ্বীপ থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যা কেরলের উপর দিয়ে রয়েছে। জানা যাচ্ছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার রাতে আসতে চলেছে। বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও নতুন করে উচ্চচাপ বলয় তৈরি হতে চলেছে। এর প্রভাবে জলীয় বাতাস থাকবে।

আরও পড়ুন-বহুতলে ভয়াবহ আগুন, মৃ.ত সদ্যজাত

জানা যাচ্ছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির কাছে থাকবে। সকালে হালকা কুয়াশা থাকবে কিন্তু বেলা বাড়লে পরিষ্কার আকাশ পাওয়া যাবে। আগামী সোমবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে বলেই সূত্রের খবর। মঙ্গলবার থেকে কলকাতায় হাওয়া বদল ঘটতে পারে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রবল। উত্তরের বেশ কয়েকটি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার ফলে সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশা থাকবে মালদা এবং দুই দিনাজপুরে।

Latest article