বহুতলে ভয়াবহ আগুন, মৃ.ত সদ্যজাত

তদন্তে জানা গেছে যে সিং বাকি দুটি তলা ভাড়া দেওয়ার সময় গ্রাউন্ড এবং প্রথম তলা দখল করেছিলেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে।

Must read

শুক্রবার বিকেলে দিল্লির (Delhi) শাহদরায় একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরে ভয়াবহ আগুন লাগে। বিল্ডিংয়ে একটিই সিড়ি ছিল তাই এমন বিপদের সময় উপরের তলের বাসিন্দারা নামতে পারেননি। দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়। বিকেল ৫টা ২২ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। দিল্লির ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ এই বিষয়ে জানিয়েছেন, বিকেলে অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলেন তারা। বহুতলের নীচের ফ্লোরটি গোডাউন হিসাবে ব্যবহার করা হত। সেখানে দাহ্য বস্তু, রাবার কাটিং মেশিন ছিল। সেখান থেকেই আগুন লাগে। অনেক চেষ্টার পর সন্ধে ৬টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন-পাহাড়ে কমলালেবুর চাষ বৃদ্ধিতে রাজ্যের উদ্যোগ

পুলিশের তরফে খবর, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তারা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তিনজন বাসিন্দাকে উদ্ধার করা হয়। এরপর দমকলে খবর দেওয়া হলে তারা আসে। আগুন নিয়ন্ত্রণে আনার পর আরও তিনজনকে উদ্ধার করা হয় এবং তাদের জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নয় মাসের এক শিশু কন্যা সহ চারজনকে সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাদের মধ্যে আহত দুইজন হাসপাতালে এই মুহর্তে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে একটি শিশুকন্যা ও দুইজন মহিলা রয়েছে। মৃতদের মধ্যে ২৮ এবং ৪০ বছর বয়সী দুই মহিলা, নয় মাস বয়সী একটি মেয়ে এবং একটি ১৭ বছর বয়সী ছেলে রয়েছে। একজন ১৬ বছর বয়সী মেয়ে এবং ৭০ বছর বয়সী একজন মহিলা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন-গ্রামীণ অর্থনীতিকে ক্রমে চাঙ্গা করে তুলছে মাশরুম চাষ

একটি সিঁড়ি সহ চার তলা বিল্ডিংটির মালিক, ভরত সিং-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে যে সিং বাকি দুটি তলা ভাড়া দেওয়ার সময় গ্রাউন্ড এবং প্রথম তলা দখল করেছিলেন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে।

Latest article