প্রতিবেদন : দেখা যায় বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও অর্থের অভাবে পিছিয়ে আসেন অনেকে। এবার সেই সমস্ত অভাবী ছাত্র- ছাত্রীদের পাশে দাঁড়াতেই জগদীশচন্দ্র বসু স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার (West Bengal Government)। শনিবার ছিল সেই স্কলারশিপ প্রদানের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন কৃতী শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন শিক্ষামন্ত্রী। এক্ষেত্রে আবেদন করতে গেলে ওই পড়ুয়াকে রাজ্য সরকারের (West Bengal Government) অধীনস্ত যে কোনও স্কুল বা কলেজ থেকে ডিগ্রিধারী হতে হবে। আবেদনের বছরেই সংশ্লিষ্ট কোর্স উত্তীর্ণ হতে হবে। রাজ্যের যেকোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরে বিএসসি (অনার্স), ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন নিয়ে পড়তে হবে তাঁকে। নির্বাচিত স্নাতক পড়ুয়ারা প্রতি মাসে ৪ হাজার টাকা করে পাবেন। বার্ষিক ৫ হাজার টাকা পাবেন বই কেনার জন্যও। এই বছর তেমন পড়ুয়ার সংখ্যা ৫৭ জন। অপরদিকে, একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সংখ্যা এবার ২০৯ জন। তাঁদের প্রতিমাসে ১২৫০ টাকা করে দেওয়া হবে। বই কেনার জন্য তাঁরা পাবেন ২৫০০ টাকা করে। প্রতিষ্ঠানের অধ্যাপিকা মৈত্রেয়ী ভট্টাচার্য জানান, দেখা গিয়েছে, ছাত্রীদের মধ্যে বিজ্ঞান নিয়ে পড়ার প্রবণতা কম। তাঁদের উৎসাহ যোগাতেই বিশেষ করে বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি দেওয়া হচ্ছে। লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। শেষ পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উভয়ের উপর নির্ভর করে স্কলারশিপ ঘোষণা করা হয়।
৩৭০ জন অভাবী বিজ্ঞান শিক্ষার্থীর পাশে রাজ্য সরকার
পড়ুয়াদের হাতে স্কলারশিপ তুলে দিলেন ব্রাত্য