সবুজ-মেরুনে যোগ জাতীয় ফুটবলারদের

Must read

প্রতিবেদন : পড়শি ক্লাব যখন ভুবনেশ্বরে সুপার কাপ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত। তখন কলকাতায় ফুটবলারদের নিয়ে জোরকদমে অনুশীলন চালাচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। সদ্য মোহনবাগানের (Mohun Bagan) দায়িত্ব নেওয়া স্প্যানিশ কোচের পাখির চোখ আইএসএল।
৩ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু করবে মোহনবাগান (Mohun Bagan)। তার আগে হাবাসকে স্বস্তি দিয়ে শনিবারই প্র্যাকটিসে যোগ দিলেন এএফসি এশিয়ান কাপ খেলে দেশে ফেরা লিস্টন কোলাসো, শুভাশিস বসু, সাহাল আব্দুল সামাদের মতো জাতীয় দলের ফুটবলাররা। তবে প্রথম দিন তাঁদের কোনও কড়া প্র্যাকটিস করাননি হাবাস। বাগান সমর্থকদের জন্য বাড়তি সুখবর, অনুশীলনে প্রতিদিনই উন্নতি করছেন আনোয়ার আলি। সব কিছু ঠিক থাকলে, সপ্তাহ দু’য়েকের মধ্যেই পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন আনোয়ার।

আরও পড়ুন-৩৭০ জন অভাবী বিজ্ঞান শিক্ষার্থীর পাশে রাজ্য সরকার

সুপার কাপের ব্যর্থতার পর, বাগানের বিদেশি ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়া শুরু হয়ে গিয়েছে। তাই প্র্যাকটিসে বাড়তি ঘাম ঝরাতে দেখা গিয়েছে দিমিত্রি পেত্রাতোস, জেনস কামিন্স, হুগো বুমসদের। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে বাকি আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন। যা পরিস্থিতি, তাতে বড় ধরনের রদবদল হওয়ার সম্ভাবনা কম। তবে বুমোস ও অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। খবর, এঁদের দু’জনেক ছেড়ে দেওয়া হতে পারে। তবে আরেক বিদেশি আর্মান্দো সাদিকুকে রেখে দেওয়া হচ্ছে। সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছে। হাবাস তাই আইএসএলের ডার্বি থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন।

Latest article