জট খুলছে না রাজ্যপালের জন্যই : ব্রাত্য

Must read

প্রতিবেদন : উপাচার্য নিয়োগের জট রাজ্য যতই খোলার চেষ্টা করুক না কেন রাজ্যপাল কিছুতেই সেই সমাধানের পথে হাঁটছেন না। আর এই বিষয়ে এবার সুপ্রিম কোর্টের কাছে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও বহু বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী উপাচার্য দিয়ে কাজ চালাতে হচ্ছে। এরফলে যেমন পঠনপাঠনে সমস্যা হচ্ছে ঠিক তেমনই প্রশাসনিক কাজকর্মে বিঘ্ন ঘটছে। এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশ মত রাজ্যপাল তথা আচার্যর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপালের ভ্রান্ত ধারণা, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে রাজ্যের কোনও ভূমিকা নেই। আচার্যের মুখের উপর এর পাল্টা জবাবই এদিন দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক গেছেন কথা বলেছেন। রাজ্যপাল বলেছিলেন যে একসঙ্গে কাজ করা হবে। উচ্চশিক্ষা দফতর এবং শিক্ষা মন্ত্রককে উনি অস্বীকার করছেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রীকে অস্বীকার করছেন এবং সুপ্রিম কোর্টকেও অগ্রাহ্য করেছেন। আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা একটি স্বতঃপ্রণোদিত মামলা করুন। উচ্চশিক্ষাকে পাগলা গারদ করার হাত থেকে বাঁচান।

আরও পড়ুন-সবুজ-মেরুনে যোগ জাতীয় ফুটবলারদের

Latest article