প্রতিবেদন : রাজ্যের বকেয়া মেটেনি। কেন্দ্রের বঞ্চনা চলছেই। তারই প্রতিবাদে ফের গর্জে উঠল মহানগরী। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। কেন্দ্রকে বারবার আর্জি জানিয়েও মেলেনি একশো দিনের কাজের টাকা, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, ধান কেনার প্রাপ্য টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বকেয়া আদায়ে একাধিকবার দিল্লিতে দরবার করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বকেয়ার দাবিতে ধরনাতেও বসেছেন। তারপরও প্রাপ্য না মেলায় বিজেপি সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠল তৃণমূল।
আরও পড়ুন-বঞ্চনা আর মানব না এবার তোমায় ছাড়ব না
রবিবার সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় মিছিল করে তৃণমূল। দক্ষিণ কলকাতা তৃণমূলের উদ্যোগে গোলপার্ক থেকে মিছিল শুরু হয়। গড়িয়াহাট হয়ে সেই মিছিল শেষ হয় হাজরায়। মিছিলে হাঁটেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, বিধায়ক দেবাশিস কুমারের মতো নেতারা। ছিলেন সাংসদ সুব্রত বক্সি, মালা রায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। হাজরায় তৃণমূলের সভায় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অবিলম্বে একশো দিনের কাজের টাকা দিক কেন্দ্রীয় সরকার। এই টাকা রাজ্যের ন্যায্য পাওনা। ভারতের সংবিধান অনুযায়ী এই টাকা কেন্দ্র আটকে রাখতে পারে না। কেন্দ্র অন্যায়ভাবে আটকে রেখেছে রাজ্যের পাওনা, তাই ছাত্র-যুব সবাইকে নিয়ে আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। আজও বাংলা মানুষের জন্য পথে নেমেছে। মুখ্যমন্ত্রী নিজেও পথে নেমে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছেন। যতক্ষণ না কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা দেবে ততদিন তৃণমূলের এই প্রতিবাদ আন্দোলন চলবে।