অভাবনীয়, ব্যতিক্রমী। বাংলার জনপ্রিয় প্রকল্পের অংশীদার হতে এবার আবেদন ভিনরাজ্য থেকে। সৌজন্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বাছাই করতে গিয়ে শিক্ষা দফতরের অফিসাররা অভিভূত। যোগীর রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে নবীন পট্টনায়েকের ওড়িশা রয়েছে এই তালিকায়। রয়েছে দক্ষিণের কর্নাটক রাজ্যও! যেখানে নাকি দলে দলে অন্য রাজ্যের পড়ুয়ারা পড়তে যায়। বাদ নেই মোদির রাজ্য গুজরাতও।
উচ্চশিক্ষায় দরিদ্র পড়ুয়াদের সমস্যা দূর করতে পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচিত প্রকল্প। পড়ুয়ারা সর্বোচ্চ ১০লক্ষ টাকা ঋণ পাবেন। প্রায় সব ধরণের উচ্চশিক্ষায় এই ঋণ মিলবে।
উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের ঘরে ভিন রাজ্যের পড়ুয়াদের প্রায় ১১হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে শুধু কর্নাটক থেকে এসেছে ৭৫০০ আবেদন। ওড়িশা থেকে ৯০০, তেলেঙ্গানা থেকে ৩০০, অন্ধ্রপ্রদেশ থেকে ৬০০, মহারাষ্ট্র থেকে ৩৫০, উত্তরপ্রদেশ থেকে ৩৩০, দিল্লি থেকে ২০০ ও তামিলনাড়ু থেকে ২৮০ জন। আবেদন এসেছে জম্মু-কাশ্মীর, অরুণাচল প্রদেশ, এমনকী মোদি-শাহর গুজরাত থেকেও!
কোন কোর্স পড়ার জন্য সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডের আবেদন? তথ্য বলছে, ম্যানেজমেন্ট, নার্সিংসহ বেশ কিছু পেশাদার কোর্সের চাহিদা সবচেয়ে বেশি। রাজ্য, ভিনরাজ্য মিলিয়ে ৪২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। রাজ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে উত্তর ২৪ পরগণা জেলা থেকে। তারপরেই কলকাতা। আবেদনের যাচাই চলছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগে অভিষেকের সমর্থনে টুইট কংগ্রেসের, বাড়ছে জোটের জল্পনা
সরকারের সিদ্ধান্ত কী? আবেদন জমা পড়লেও সরকার এব্যাপারে নীতিগত অবস্থান নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ভিন রাজ্যের পড়ুয়াদের কতখানি সুযোগ দেওয়া যাবে সে নিয়ে আবেদনপত্র জমা শেষ হলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনাই বলে দিচ্ছে বারবার নজির তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।