পেগাসাসকাণ্ড : পাকিস্তানীদের উপর গুপ্তচরবৃত্তি করলে পুলওয়ামার মত ঘটনা ঠেকানো যেত, মোদি-শাহকে আক্রমণ তোগাড়িয়ার

Must read

নয়াদিল্লি : এবার পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া। তিনি বলেছেন,” নিজের দেশের লোকেদের উপর এই গুপ্তচরবৃত্তি না করে পাকিস্তানের এজেন্টদের উপর করলে পুলওয়ামার মত ঘটনা ঠেকানো যেত।”

আরও পড়ুন-রাজ্যকে কটাক্ষ দিলীপের, ধুয়ে দিলেন কুণাল

তিনি আরও বলেছেন,” মোদিজি আর অমিত ভাইয়ের সঙ্গে আমি এক হাজার ঘণ্টারও বেশি সময় ফোনে কথা বলেছি। তার পরেও এমন কী থাকতে পারে যে লুকিয়ে আড়ি পেতে শুনতে হবে?”

প্রবীণ বলেছেন,” পেগাসাস সফটওয়্যার ইজরায়েলের। আমাদের সরকার তদন্ত করে দেখুক এটা কিনল কে? এই সফটওয়্যার কোনো ব্যক্তি কিনতে পারবে না। তাহলে কিনল কে? দাম দিল কে?”

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগে অভিষেকের সমর্থনে টুইট কংগ্রেসের, বাড়ছে জোটের জল্পনা

প্রবীণ তোগাড়িয়া আরও বেশ কিছু ধারালো যুক্তি ও বিশেষণ দিয়ে তোপ দেগেছেন। তিনি এইভাবে আক্রমণ করায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের সূত্রে বলা হয়েছে, তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছে বলে খবরে বেজায় চটেছেন এই বিতর্কিত হেভিওয়েট নেতা। বিজেপি শিবির আপাতত পরিস্থিতি সামলাতে নেমেছে।

Latest article