রাজ্যকে কটাক্ষ দিলীপের, ধুয়ে দিলেন কুণাল

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে ঘিরে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তিনি বলেন, এই দিল্লি যাওয়া রাজনৈতিক পর্যটন। টাকা নেই বলে মোদিজির হাতপা ধরে ভিক্ষা করতে যাচ্ছেন। বাংলার সরকারের আর্থিক হাল খারাপ। করোনা ভ্যাকসিন এখানে নষ্ট হচ্ছে।”

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগে অভিষেকের সমর্থনে টুইট কংগ্রেসের, বাড়ছে জোটের জল্পনা

সাংবাদিকরা এর প্রতিক্রিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে প্রশ্ন করলে তিনি দিলীপবাবুকে ধুয়ে দেন। প্রতিটি পয়েন্টের জবাব দিয়ে তিনি বলেন, ” ভোটের আগে দিলীপবাবুর দিল্লির জেঠুদের ডেইলি প্যাসেঞ্জারির রাজনৈতিক পর্যটন ভুলে গেলেন ওঁরা? কী করতে আসতেন এখানে? বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে।”

আরও পড়ুন-শিশুপাচারকাণ্ডের মূল অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ছবি এবার প্রকাশ্যে

কুণাল বলেন,” প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ একদম স্বাভাবিক ঘটনা। টাকা বিজেপির সম্পত্তি নয়। বিভিন্ন খাতে বাংলা বঞ্চিত, বকেয়া দিচ্ছে না কেন্দ্র। টাকা দিচ্ছে না। এখন ভ্যাক্সিনও দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বলতেই পারেন। আসলে দিলীপ ঘোষ বোধহয় দিল্লির কারুর সঙ্গে দেখা করতে পারছেন না। এমনকি তাঁকে না জানিয়ে তৎকাল বিজেপির পেগাসাস অধিকারীরা দিল্লিতে ঘুরঘুর করছে। তাই মনের দুঃখে ভুলভাল বলছেন উনি।”
কুণাল আরও বলেন,” সংসদভবনে গিয়ে শুধু লোকসভা, সেন্ট্রাল হল আর বাথরুমে যান দিলীপ ঘোষ। যদি লাইব্রেরিতে যেতেন তাহলে সরকারি নথি থেকে দেখতে পেতেন বাংলায় ভ্যাক্সিন নষ্ট হয় না। টিকাকরণে কলকাতা সারা দেশে এগিয়ে। বেকারত্বের সমাধানে এগিয়ে বাংলা। এসব কেন্দ্রের রিপোর্টই বলছে। আরও বহু উন্নয়নের ক্ষেত্রে বাংলা দেশে প্রথম। এগুলো না পড়ে মিডিয়ায় ভেসে থাকতে বিভ্রান্তি ছড়ানো ঠিক না।”

Latest article