মাসে ১ কোটি করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের হাসিনা সরকারের

Must read

কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আগাম সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের সরকার প্রতি মাসে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগে অভিষেকের সমর্থনে টুইট কংগ্রেসের, বাড়ছে জোটের জল্পনা

বাংলাদেশে প্রতি মাসে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা নিল শেখ হাসিনা সরকার। রবিবার দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলছে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, শহরের হাসপাতালে ভর্তি করোনা রোগীদের প্রায় ৭৫ শতাংশই গ্রাম থেকে আসা। ইদের সময় গ্রামে যাওয়া আসার কারণে দেশে করোনা সংক্রমণ এখন ৫ থেকে ৬ গুণ বেড়েছে।

আরও পড়ুন-শিশুপাচারকাণ্ডের মূল অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ছবি এবার প্রকাশ্যে

এদিকে বাংলাদেশের করোনা রোগীদের সহায়তায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে রেলপথে পৌঁছেছে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন। শনিবার রাতে অক্সিজেন বহনকারী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। টাটানগরে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়।

Latest article