বিশ্বমঞ্চে আরও একবার জয়জয়কার ভারতের। ৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড (Grammy Award) ২০২৪ লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ‘সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছে ভারতীয় সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের ফিউশন ব্যান্ড ‘শক্তি’। জানা গিয়েছে, তাদের সর্বশেষ অ্যালবাম ‘দিস মোমেন্ট’-এর জন্য এই পুরস্কার দেওয়া হয়। গ্র্যামি-র অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করা হয়। সেখানে মহাদেবন এবং ব্যান্ডের আরেক সদস্য গণেশ রাজাগোপালনকে মঞ্চে উঠে পুরষ্কার গ্রহণ করতে দেখা যায়। সেখানে লেখা হয়, ‘অভিনন্দন! সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিজয়ী – ‘দিস মোমেন্ট’ শক্তি। #GRAMMYs’,।
আরও পড়ুন-কার্শিয়াংয়ের পাহাড়ি ছেলের ঝুলিতে সিলভার এগ অ্যাওয়ার্ড
পুরস্কার গ্রহণের পর স্বাভাবিকভাবেই আনন্দিত মহাদেবন। তিনি বলেন,‘ধন্যবাদ। ঈশ্বর, পরিবার, বন্ধুবান্ধব এবং ভারতকে ধন্যবাদ। ভারত, আমরা তোমার জন্য গর্বিত। সর্বশেষে, আমি এই পুরষ্কারটি আমার স্ত্রীকে উত্সর্গ করতে চাই যাকে আমার সংগীতের প্রতিটি নোট উত্সর্গ করা হয়েছে।’ প্রসঙ্গত, গত বছরের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবাম প্রকাশিত হয়। এখানে জন ম্যাকলাফলিন (গিটার সিন্থ), জাকির হুসেন (তবলা), শঙ্কর মহাদেবন (কণ্ঠশিল্পী), ভি সেলভাগণেশ (পার্কিউশনিস্ট) এবং গণেশ রাজাগোপালন (বেহালাবাদক) কাজ করেছেন। অ্যালবামে মোট আটটি গান রয়েছে।
আরও পড়ুন-পরীক্ষার আগেই ম্যাজিক নম্বর নিয়ে সতর্কবার্তা সংসদের
উল্লেখ্য, জাকির হুসেন ‘পশতু’ ছবির জন্য গ্র্যামি জিতেছেন। ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ এর সম্মান জিতেছেন তিনি। রাকেশ চৌরাসিয়া, বিখ্যাত বংশী বাদক এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন। জাকির হুসেন এক রাতে তিনটি গ্র্যামি এবং চৌরাসিয়া দুটি পুরস্কার পেয়েছেন।