পরীক্ষার আগেই ম্যাজিক নম্বর নিয়ে সতর্কবার্তা সংসদের

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রেও বিশেষ কিউআর কোড থাকার কথা আগেই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

Must read

প্রতিবেদন : মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রেও বিশেষ কিউআর কোড থাকার কথা আগেই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোডের পাশাপাশি থাকবে এক বিশেষ ইউনিক নম্বর। মূলত প্রশ্নপত্র ফাঁসের চক্রান্ত রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার এবং পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের এই গোটা বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য।

আরও পড়ুন-মহামেডানের পাশে মুখ্যমন্ত্রী আই লিগে প্রথম হার ডেভিডদের

বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষার শুরুর সময় পরীক্ষার্থীদের ওই সিরিয়াল নম্বর দেখে নিয়ে উত্তরপত্রে লিখতে হবে। পাশাপাশি পরীক্ষকদের উত্তরপত্র নেওয়ার সময় ভালভাবে প্রশ্নপত্রের সেই নম্বরের সঙ্গে খাতায় লেখা নম্বর মিলিয়ে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলে তারপরেই পরীক্ষক ওই পরীক্ষার্থীর খাতায় সই করবেন। প্রত্যেক বছর প্রশ্নফাঁসের ঘটনা এড়াতে এবার এই ধরনের উন্নত প্রযুক্তির ব্যবস্থা করেছে শিক্ষা দফতর। এই প্রযুক্তির জেরেই মাধ্যমিকে পরপর দু’দিন যে প্রশ্নফাঁসের চক্রান্ত হয় তাকে সম্পূর্ণ রুখে দিতে পেরেছে পর্ষদ। কোন পরীক্ষার্থী কোন পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নফাঁসের চক্রান্ত করেছিল তা সহজেই ধরে ফেলেছে পর্ষদ।

Latest article