মহামেডানের পাশে মুখ্যমন্ত্রী আই লিগে প্রথম হার ডেভিডদের

আলোচনায় উঠে আসে মহামেডানের আইএসএল খেলার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ক্লাবের আজীবন সদস্যপদ কার্ড।

Must read

প্রতিবেদন : শুক্র ও শনিবার দু’দিন প্রায় নিঃশব্দেই মহামেডান ক্লাবে ঘুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মরশুমে আইএসএলে মহামেডানকে দেখতে চেয়ে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রেড রোডের পাশে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী। তারই ফাঁকে প্রথম দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে মহামেডান তাঁবুতে যান তিনি। শনিবার বিকেলে ফের ক্লাবে গিয়ে মহামেডান কর্তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। আলোচনায় উঠে আসে মহামেডানের আইএসএল খেলার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ক্লাবের আজীবন সদস্যপদ কার্ড।

আরও পড়ুন-বছরে ১ লক্ষ কোটি নিয়েও বাংলাকে বঞ্চনা

ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মহামেডান আইএসএলে দেখতে চেয়েছেন। এবার আমরা আই লিগে শীর্ষে রয়েছি। চ্যাম্পিয়ন হলে সরাসরি পরের মরশুমে আইএসএল খেলার সুযোগ পাব। আমরা এটা জানিয়েছি দিদিকে। মুখ্যমন্ত্রী বলেছেন, তোমরা চেষ্টা করো। আমিও রয়েছি। মহামেডান আইএসএল খেললে সরকার সবরকম সাহায্য করবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।’’
এদিকে, রবিবার আই লিগে প্রথম হারের মুখ দেখতে হল মহামেডানকে। রবিবার লিগ শীর্ষে থাকা মহামেডান ০-৩ গোলে হেরে গেল দ্বিতীয় স্থানে থাকা রিয়াল কাশ্মীরের কাছে। কাশ্মীরের দলটির আইভরি কোস্টের স্ট্রাইকার নোহেরে ক্রিজো জোড়া গোল করেন। একটি গোল মহামেডানেরই প্রাক্তন বিদেশি শাহির শাহিনের। ঘানার ডিফেন্ডার যোশেফ আদজাই লাল কার্ড দেখায় খেলার শেষ ২৫ মিনিট ১০ জনে খেলতে হয় মহামেডানকে। এদিন হারলেও ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল সাদা-কালো ব্রিগেড।

Latest article